নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। দলের জাতীয় কর্ম সমিতির বৈঠকে সীতারমন অভিযোগ করেন, নরেন্দ্র মোদীকে সরানোর জন্য পাকিস্তানের সাহায্য নিচ্ছে কংগ্রেস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সিবিআই-কে বাধা দিইনি, ৯ ঘণ্টা জেরা করেছিল রাজ্যস্তরের অফিসার: মমতাকে খোঁচা মোদীর   


শনিবার সীতারমন দলের সভায় বলেন, ‘প্রধানমন্ত্রীর কূটনৈতিক তত্পরতায় আন্তর্জাতিক মহলে এখন কোণঠাসা পাকিস্তান। দুনিয়ার একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। দেশে জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দেওয়ার ফল এখন ভোগ করছে পাকিস্তান।’


প্রধানমন্ত্রীর নেতৃত্ব সম্পর্কে সীতারমন আরও বলেন, ‘মোদীর নেতৃত্বে সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। সেই সাহসের প্রশংসা না করে বিরোধীরা তার প্রমাণ চেয়েছিল। তার প্রমাণও তাদের দেওয়া হয়েছে। আবার বিরোধীদের মধ্যে কংগ্রসের কিছু নেতা পাকিস্তানে গিয়েছিলেন নরেন্দ্র মোদীকে সরানোর জন্য সাহায্য চাইতে। এই ধরনের নোংরা রাজনীতি করে কংগ্রেস।‘


আরও পড়ুন-কলকাতায় মমতার ব্রিগেডের দিনই তৃণমূলে ভাঙন ধরানোর মাস্টারপ্ল্যান মুকুলের


এদিন দলের বৈঠকে সীতারমন দলকে চাঙ্গা করতে বলেন, বিজেপি কর্মীদের উচিত মূলত দুটি বিষয় তুলে ধরা। প্রথমত, ‘২০১৪ সাল থেকে দেশে বড় কোনও জঙ্গি হামলা হয়নি। সব হামলার চেষ্টা সীমান্তেই ধ্বংস করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, গত পাঁচ বছরে দেশের কোনও দুর্নীতি হয়নি। এনিয়ে কোনও জল্পনাও হয়নি। সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রকে হাতিয়ার করেই আমাদের পথ চলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই দেশ উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।‘