নিজস্ব প্রতিবেদন: করোনার গ্রাফ হঠাৎই নিম্নমুখী হলে, তা  একধাক্কায় অনেকটা বাড়ার আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। আর ঠিক তাই ঘটল। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। যেখানে গত কাল আক্রান্ত হয়েছিল ৩ লাখ ২৪ হাজারের বেশি। গত দু দিনে অনেকটা কমার পর এক লাফে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৯৩ জনের। বলা যায়, এতদিনে মৃত্যুর সংখ্যা এটাই সর্বোচ্চ। মূলত, অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা না পেয়ে মৃত্যু হচ্ছে বলে জানা যাচ্ছে। কারণ, সক্রিয় রোগীর সংখ্যা বিরাট আকারে বেড়েছে সামাল দেওয়া যাচ্ছে না। 


 



কোভিড মুক্ত হয়েছেন ২,৬১,১৬২ জন।  ভারতে মোট করোনা আক্রান্ত গিয়ে দাঁড়িয়েছে ১,৭৯,৯৭,২৬৭। যার মধ্যে সুস্থ হয়েছেন, ১,৪৮,১৭,৩৭১। মোট মৃত্য হয়েছে ২,০১,১৮৭ জনের। বেড়েছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। যা মূলত চিন্তার বড় কারণ হয়ে উঠেছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা ২৯, ৭৮,৭০৯। 


এর মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ১৪,৭৮, ২৭, ৩৬৭ জন।