২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজারের বেশি, মৃতের সংখ্যা ৩,৪৯৫
এদিকে দেশে বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন।
নিজস্ব প্রতিবেদন: নতুন দিন। নতুন রেকর্ড। দ্বিতীয় ওয়েভে করোনার দৈনিক সংক্রমণে সাড়ে তিন লাখের গন্ডি আগেই পেরিয়েছিল ভারত। আর এবার গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৫ জনের যার ফলে মোট মৃত্যু গিয়ে দাঁড়াল ২ লক্ষ ৪ হাজার ৩৩০ তে।
গত ২৪ ঘণ্টায় অবশ্য করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন। মোট সুস্থের সংখ্যা ১ কোটি ৫৩ লক্ষ ৮৪ হাজার ৪১৮ জন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। এদিকে দেশে বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন।
বিশেষভাবে উল্লেখ্য, চলতি সপ্তাহে এখনও পর্যন্ত প্রতিদিনই কমপক্ষে তিন লক্ষ মানুষ দেশে করোনায় আক্রান্ত হচ্ছেন যা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। এই অবস্থায় টিকাকরণই একমাত্র হাতিয়ার বলছেন বিশেষজ্ঞরা। টিকাকরণের মাত্রা কম হলেই কোভিডের সংক্রমণ বাড়বে। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯ জন। এই অবস্থায় টিকার জোগান দেওয়াও সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।