নিজস্ব প্রতিবেদন : আগামী ৩ মাস কোনও EMI দিতে হবে না। সবরকম ঋণের উপরই ৩ মাস EMI স্থগিত। বাণিজ্যিক ঋণেও ৩ মাসের সুদে ছাড়। শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার করাল গ্রাসে সারা বিশ্ব। ব্যবসা-বাণিজ্য সব বন্ধ। ধুঁকছে গোটা দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে চাঙ্গা করতে রেপো রেট ও রিভার্স রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ০.৭৫ বেসিস পয়েন্ট কমানো হচ্ছে রেপো রেট। এরফলে রেপো রেট হচ্ছে ৪.৪ শতাংশ। অন্যদিকে রিভার্স রেপো রেটও কমানো হচ্ছে ৯০ বেসিস পয়েন্ট। এরফলে রিভার্স রেপো কমে দাঁড়াচ্ছে ৪ শতাংশে। রেপো রেট ও রিভার্স রেপো রেট কমিয়ে গর্ভনর শক্তিকান্ত দাস জানান, এরফলে ব্যাঙ্কিং ব্যবস্থায় ১ লাখ ৩৭ হাজার কোটি নগদের জোগান হবে। বাজারে ঢালতে ব্যাঙ্কের হাতে ৩ লাখ ৭৪ হাজার কোটি টাকা থাকবে।


যেকোনও পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখাই এখন রিজার্ভ ব্যাঙ্কের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান গভর্নর শক্তিকান্ত দাস। একইসঙ্গে তিনি বলেন, খাদ্যপণ্য ও তেলের দাম কোনও অবস্থায় বাড়তে না দেওয়াই আরবিআই-এর প্রধান লক্ষ্য। মুদ্রস্ফীতিতে লাগাম পড়াতে প্রতিশ্রুতিবদ্ধ রিজার্ভ ব্যাঙ্ক। এদিন জ্বালানি তেলের উপরও কর কমানোর ইঙ্গিত দিয়েছেন আরবিআই গভর্নর।


আরও পড়ুন, এখনই সাবধান হোন, করোনা আক্রান্তের সংখ্য়া নিরিখে গত ৩ দিনে আমেরিকাকে টেক্কা দিচ্ছে ভারত