নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মেয়াদ বাড়িয়ে করোনা সংক্রমণের গতি কমানোর আপ্রাণ চেষ্টা করছে কেন্দ্র। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশজুড়ে লকডাউন চলবে আগামী ৩ মে পর্যন্ত। এরকম পরিস্থিতিতে ভালো খবর হল, মঙ্গলবার পর্যন্ত দেশে যেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৩৬৩ জন, সেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,০৩৬ জন। সাংবাদিক সম্মেলন করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে বন্ধ যাত্রীবাহী ট্রেন, ফেরত দেওয়া হবে রিজার্ভেশনের টাকা


সোমবার লব আগরওয়াল জানান, দেশের করোনা আক্রান্ত ১৫ রাজ্যের ২৫ জেলায় গত ১৪ দিনে কেউ করোনা আক্রান্ত হয়নি। মঙ্গলবার তিনি জানান, এখনও পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা ১০,৩৬৩। মৃত্যুর সংখ্যা ৩৩৯ জন। সোমবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২১১ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের। এখনও পর্য্ন্ত ১০৩৬ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবারই সুস্থ হয়েছেন ১৭৯ জন।


লব আগরওয়াল আরও বলেন, এখনও পর্যন্ত ২১৮ ফ্লাইটের মাধ্যমে ৩০০ টনের বেশি মেডিক্যাল সামগ্রী দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে। বিশেষ করে দেশের উত্তরপূর্ব অঞ্চলে। ৫.২৯ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণের কথা উল্লেখ করে তিনি বলেন,  লকডাউন পালন করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পর বাইরে বের হোন। আয়ূষ মন্ত্রকের পরামর্শ অনুযায়ী গরম জল পান করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। যার এই সময় কাজ করছেন তাদের দিকে খোয়াল রাখুন। চিকিত্সক, নার্স, পুলিসের মতো করোনা যোদ্ধাদের প্রতি নিজেদের কৃতজ্ঞতা জানান। যেখানেই রয়েছেন সেখানেই থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।


আরও পড়ুন- 'কাঁদো দেশবাসী কাঁদো', প্রধানমন্ত্রীর ভাষণ দিশাহীন বলে কটাক্ষ চিদমম্বরদের


অন্যদিকে, আইসিএমআর-এর আধিকারিক আর গঙ্গাখেড়কর জানান, সোমবারই বলা হয়েছিল, আমাদের হাতে যত করোনা পরীক্ষার কিট রয়েছে তা দিয়ে ৬ সপ্তাহ চলে যাবে। আমাদের হাতে আরও কিট এসেছে। ফলে কিট নিয়ে ভাবনার কারণ নেই। আরও ৩৩ লাখ কিটের অর্ডার দেওয়া হচ্ছে। সোমবার পর্যন্ত ২, ৩১,৯০২ কোভিড স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। গতকালই টেস্ট হয়েছে ৩১,৬৩৫ স্যামম্পেল টেস্ট হয়েছে। ১৬৬ ল্যাব কাজ করছে আইসিএমআরের অধীনে।


খুব দ্রুত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্প কার্যকর করার চেষ্টা হচ্ছে। সোমবারের হিসেব অনুযায়ী দেশের ৩২ কোটি মানুষকে সরাসরি ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে ২৯,৩৫২ কোটি টাকা দেওয়া হয়েছে। এমনটাই জানালেন অর্থমন্ত্রকের আধিকারিক রাজেশ মালহোত্রা।