করোনাভাইরাস, সতর্কতা হিসেবে বাড়ি থেকেই কাজ করবেন সেনা অফিসাররা!
নির্দেশিকায় আরও বলা রয়েছে যেসব আধিকারিকরা ঘরে থেকেই কাজ করবেন , দেশের স্বার্থে সবসময় তাদের ফোনে যোগাযোগে রাখতে হবে
নিজস্ব প্রতিবেদন: দেশে বেড়েই চলেছে নোভেল করোনা আক্রান্তের সংখ্যা। সারা দেশে এপর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭১। পরিস্থিতি মোকাবিলায় রবিবার দেশজুড়ে "জনতা কার্ফু"-র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-বেলেঘাটা আইডিতে ভর্তি হাসপাতালেরই আইসোলেশন বিভাগের সাফাইকর্মী
করোনা সংক্রমণ রোখার জন্য এবার তড়িঘড়ি পদক্ষেপ নিল ভারত সেনা। ৩৫ শতাংশ আধিকারিক ও ৫০ শতাংশ জুনিয়র কমিশনড অফিসারকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার জারি হওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে ২৩ মার্চ থেকে টানা এক সপ্তাহ বাড়ি থেকে কাজ করতে হবে। ওই আধিকারিকরা এক সপ্তাহ পর ৩০ মার্চ কাজে যোগ দেবেন। তখন অন্য এক দলকে বাড়ি থেকে কাজ করতে পাঠাবে সেনা।
আরও পড়ুন-Live:Live: ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭১, রাজ্যে আক্রান্ত ৩
নির্দেশিকায় আরও বলা রয়েছে যেসব আধিকারিকরা ঘরে থেকেই কাজ করবেন , দেশের স্বার্থে সবসময় তাদের ফোনে যোগাযোগে রাখতে হবে। সেনা প্রধান এনএম নারভানে জানান, সেনা ইতিমধ্যেই সব সেমিনার, সম্মেলন বন্ধ রেখেছে। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা (AME) ও পর্যায়ক্রমিক স্বাস্থ্য পরীক্ষা (PME)।