18 May 2020, 21:30 PM
# বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্ত ৪৫,২৫,৪৯৭ জন।
# মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৪,০৯,৪৫২ জন।প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ৪৩১ জন।
# ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২,৪০,১৬৫ জন। প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ৩৬১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী
# দেশে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৬,৩১৬ জন। সুস্থ হয়েছেন মোট ৩৮৮২৩ জন। মৃত্যু হয়েছে ৩,০২৯ জনের।
# সবেমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬,১৬৯।
# সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩,০৫৩ জন। সক্রিয় আক্রান্ত ২৪,১৬৭। সুস্থ হয়েছেন ৭৬৮৮ জন। মৃত্যু হয়েছে ১১৯৮ জনের।
# প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১,৩৭৯ জন। সক্রিয় আক্রান্ত ৬২২১ জন। সুস্থ হয়েছেন ৪৪৯৯ জন। মৃত্যু হয়েছে ৬৫৯ জনের।
# তামিলনাড়ুতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১,২২৪ জন। সক্রিয় আক্রান্ত ৬৯৭৪ জন। সুস্থ হয়েছেন ৪১৭২ জন। মৃত্যু হয়েছে ৭৮ জনের।
# রাজধানী দিল্লিতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০০৫৪ জন। সক্রিয় আক্রান্ত ৫৪০৯ জন। সুস্থ হয়েছেন ৪৪৮৫ জন। মৃত্যু হয়েছে ১৬০ জনের।
# গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ সিআরপিএফ জওয়ান। সবেমিলিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৯৪।
# লকডাউনে মধ্যে দিল্লিতে খুলছে বাজার, চলবে বাস। তবে শর্ত রয়েছে।
18 May 2020, 20:30 PM
দেশে প্রতি লাখে করোনা আক্রান্তের সংখ্যা ৭.১। পাশাপাশি সুস্থ হওয়ার হার ৩৮.২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭১৫ জন।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা না কমলেও সুস্থ হওয়ার হার বাড়ছে। শুধু তাই নয় প্রতি লাখের হিসেবে আক্রান্তের হার বেশ কম। বিশ্বে সবচেয়ে কম। এমনটাই জানাল কেন্দ্র।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৬,৩১৬ জন। সুস্থ হয়েছেন মোট ৩৮৮২৩ জন। মৃত্যু হয়েছে ৩,০২৯ জনের।
18 May 2020, 19:00 PM
২১ তারিখ থেকে আন্তঃজেলা বাস চলবে। ২৭ তারিখের পর থেকে চলবে অটোও। জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
18 May 2020, 19:00 PM
২১ তারিখ থেকে সব বড় দোকান খুলবে। A (affected) জোন ছাড়া সর্বত্র ২১ তারিখ থেকে বড় দোকানগুলি খুলবে। হোটেল খুলবে। তবে রেস্তরাঁ এখনই খুলছে না। পাশাপাশি খুলবে হেয়ার কাটিং সেলুন ও বিউটি পার্লারও। কীভাবে স্যানিটাইজেশন করতে হবে, তার গাইডলাইন প্রকাশ করা হবে।
18 May 2020, 19:00 PM
রাজ্যে কোনও কারফিউ জারি করা হচ্ছে না। লকডাউন চলবে। তবে আলাদা করে কারফিউ জারি করা হচ্ছে না। যদিও সন্ধ্যা ৭টার মধ্যে সবাইকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যা ৭টার পর বাইরে বেরলে পুলিস ব্যবস্থা নেবে।
18 May 2020, 18:45 PM
"পরিযায়ী শ্রমিকদের নিয়ে ১৫টা ট্রেন এসে গিয়েছে। আরও ১১৫টা ট্রেনের কথা বলা হয়েছে। এরপর আরও ১২০টা টার কথা বলা হবে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে সবাইকে ফিরিয়ে আনব।" পরিযায়ী শ্রমিক ইস্যুতে বিতর্ক-অভিযোগের মাঝেই এদিন নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
17 May 2020, 21:30 PM
দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৩,৯৪৬ জন।
এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪,১০৮ জন।
এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৭২ জনের।
করোনা সংক্রমণের কথা মাথায় রেখে দেশে লকডাউনের মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত।
গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৭১ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। শহরে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৯৬৭।
হরিয়ানায় এখনও পর্যন্ত আক্রান্ত ৯১০, মৃত্যু হয়েছে ১৪ জনের।
16 May 2020, 14:00 PM
দেশে সক্রিয় আক্রান্ত ৫৩,০৩৫। সুস্থ হয়েছেন ৩০,১৫২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২,৭৫২ জনের।
এদিকে, গত কয়েক সপ্তাহের পরিসংখ্যার বিশ্লেষণ করলে দেখা যাবে দেশে করোনা রোগীর সুস্থ হওয়ার হার ৩৫.০৮৬ শতাংশ।
অন্যদিকে, এখনও পর্যন্ত ভারতে করোনায় মৃত্যুর হার ৩.২ শতাংশ।
ভারতের করোনা রোগীর মৃত্যুর হার গোটা বিশ্বে করোনায় মৃত্যুর হারের অর্ধেকেরও কম।
গোটা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,০৮,৬৪৫ জনের। শতাংশের হিসেবে তা ৬.৬।
15 May 2020, 21:15 PM
জেলাভিত্তিক করোনা আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান-
15 May 2020, 11:45 AM
রাজ্যে করোনা আক্রান্ত ২৩৭৭ জন, মৃত ১৪৩ | দেশে সক্রিয় আক্রান্ত ৫১,৪০১, মৃত ২৬৪৯
14 May 2020, 22:30 PM
এক দিনে ৮৭ আক্রান্ত, মৃত্যু ৮। এই হলো বৃহস্পতিবার রাজ্যের করোনা রিপোর্ট। এখনও পর্যন্ত মোট ২৩৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন, যাঁর মধ্যে সক্রিয় ১৩৯৪। ছাড়া পেয়েছেন মোট ৭৬৮ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪৩ জন। কোরনা-সহ অন্যান্য রোগে মৃত্যুর সংখ্যা ৭২।
14 May 2020, 22:15 PM
13 May 2020, 21:30 PM
জেলাভিত্তিক করোনা আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান-
13 May 2020, 21:15 PM
রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ১১৭ জন। এরফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,২৯০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৯ জন। ফলে পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃত বেড়ে ১৩৫। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭০২ জন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ১,৩৮১ জন, তারমধ্যে কলকাতারই সর্বাধিক ৬৪৫ জন।
13 May 2020, 13:15 PM
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ভারতের ১২২ জন। এই নিয়ে ভারতে করোনাভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ২,৪১৫। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৪,২০০।
12 May 2020, 21:30 PM
রোজ ১ লাখ কোভিড টেস্ট করতে পারে ভারত। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা হর্ষবর্ধন।
মধ্যপ্রদেশে নতুন করে করোনা পজিটিভ ২০১ জন। মৃত্যু হল ২ জনের। সবেমিলিয়ে মৃত্যু ২২৫ জনের।
মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ১০২৬ জন। মৃত ৫৩। সবেমিলিয়ে মৃত্যু হল ৯২১ জনের।
গুজরাটে নতুন করে আক্রান্ত ৩৬২। এখনও পর্যন্ত মৃত্যু ৫৩৭ জনের।
পঞ্জাবে নতুন করে আক্রান্ত ৩৭।
12 May 2020, 19:45 PM
রাজ্যে জেলাওয়াড়ি করোনা আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান-
12 May 2020, 19:45 PM
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত আরও ১১০ জন। এরফলে রাজ্যে করোনায় মোট আক্রান্ত ২১৭৩ জন। এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৬১২ জনকে। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৬ জন। অন্যদিকে কো-মরবিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের। হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ১৩৬৩ জন।
12 May 2020, 15:45 PM
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ বিএসএফ জওয়ান। এদের ৬ জন দিল্লির।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২ আইটিবিপি জওয়ান।
রাজস্থানে আরও ২১ জন করোনা পজিটিভ। মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ৪০৫৬।
12 May 2020, 15:45 PM
দেশে সক্রিয় করোনা আক্রান্ত ৪৬০০৮ জন। মৃত্যু হয়েছে ২২৯৩ জনের। সুস্থ হয়েছেন ২২,৪৫৪ জন।
11 May 2020, 22:45 PM
রবিবারের তুলনায় সোমবার রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা ভালোই বলা যায়। রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে।
# গতকাল রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১৫৩ জন। মৃত্যু হয়েছিল ১৪ জনের।
# সোমবার পরিস্থিতির কিছুটা ভালো। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৪ জন। আর মৃত্যু হয়েছে ৫।
# তবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০৬৩।
# এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ১১৮। গতকাল এই সংখ্যা ছিল ১১৩।
# এখনও পর্যন্ত কো-মরবিটিতে মৃত্যুর সংখ্যা ৭২। গতকালও এই সংখ্যা একই ছিল।
# এখনও পর্য্ন্ত হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৪৯৯ জনকে।
# ১১ মে পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৩৭৪।
# রোগী ছাড়া পাওয়ার হার ২৪.১৯ শতাংশ।
# ১০ মে পর্যন্ত স্যাম্পেল টেস্ট হয়েছে ৪৩,৪১৪
# ১১ মে স্যাম্পেল টেস্ট হয়েছে ৪২০১
# করোনা টেস্য়ট হচ্ছে রাজ্যে ১৮ ল্যাবে।
# এ সপ্তাহে আরও ২ ল্যাব বেড়েছে।
10 May 2020, 20:00 PM
রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৫৩
রাজ্য সরকারের বুলেটিনে জানানো হয়েছে
# গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৩৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। গতকাল নতুন আক্রান্তের সংখ্যা ছিল ১০৮। অর্থাত্ আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৫।
# গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১৩ জন। শনিবার এই সংখ্যা ছিল ৯৯। অর্থাত্ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের।
# কো-মরবিটিতে মৃত্যু হয়েছে মোট ৭২ জনের।
# ১০ মে(সকাল ৯টা পর্যন্ত) হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৪১৭ জনকে।
# ১০ মে পর্য্ন্ত সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১৩৩৭।
# রাজ্যে এখনও পর্য্ন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরার হার ২১.৫১ শতাংশ।
# প্রসঙ্গত এই পরিসংখ্যান ১০ মে সকাল ৯টা পর্যন্ত।
রাজ্য সরকারের বুলেটিনে আরও জানানো হয়েছে-
# ৯ মে পর্য্ন্ত কোভিড স্যাম্পল টেস্ট হয়েছে ৩৯,৩৬৮টি।
# ১০ মে স্যাম্পেল টেস্ট হয়েছে ৪,০৪৬টি।
# যত স্যাম্পেল টেস্ট হয়েছে তাতে পজিটিভ কেসের হার ৪.৪৭ শতাংশ।
# এখনও পর্যন্ত রাজ্যের ১৮টি ল্যাবরেটরিতে কোভিড টেস্ট হচ্ছে।
# মোট আইসিইউ বেড রয়েছে ৯০৭।
# মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২।
10 May 2020, 18:15 PM
দেশে বেড়ে চলেছে করোনাভাইরাস সংক্রমণ। রবিবার ৬৩ হাজার ছুঁই ছুঁই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। শনিবার পর্যন্ত ভারতের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২,১০৯ জনের।
9 May 2020, 20:15 PM
জেলাওয়াড়ি করোনা আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান
9 May 2020, 18:00 PM
মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনে করোনাভাইরাস যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে সেরকম অবস্থা ভারতে হবে না। এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। শুধু তাই নয়, যে কোনও খারাপ পরিস্থিতির জন্য তৈরি রয়েছে কেন্দ্র।
শনিবার উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে হর্ষবর্ধন বলেন, দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হার ৩.৩ শতাংশ। সুস্থ হয়েছেন ২৯.৯ শতাংশ রোগী। গত ৩ দিনে জাবলিং রোট গিয়ে হয়েছে ১১ দিন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন
# করোনা তিকিত্সার জন্য দেশে ৮৪৩ হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। সবেমিলিয়ে ওইসব হাসপাতালে বেড রয়েছে ১,৬৫.৯৯১টি। দেশে কোভিড ১৯ সেন্টার তৈরি হয়েছে ১৯৯১টি। এখানে আইসোলেশন ও আইসিইউ রয়েছে।
# দেশে মোট ৭৬৪৫ কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হয়েছে। এন-৯৫ মাস্ক বিক্রি দেওয়া হয়েছে ৬৯ লাখ। চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের ৩২.৭৬ লাখ পিপিই দেওয়া হয়েছে।
# শুক্রবার সন্ধের হিসেব অনুযায়ী দেশে এখনও পর্য্ন্ত ০.৩৮ শতাংশ েরাগী ভেন্টিলেশনে রয়েছেন। ১.৮৮ শতাংশ রোগী রয়েছেন অক্সিজেন সাপোর্টে এবং ২.২১ শতাংশ রোগী রয়েছেন আইসিইউতে।
9 May 2020, 18:00 PM
# করোনা সংক্রমণের দিক থেকে বিচার করলে মহারাষ্ট্রের অবস্থা খুবই উদ্বেগজনক। এখবও পর্যন্ত উদ্ধব ঠাকরের রাজ্যে সক্রিয় আক্রান্ত ১৩,৯৭৯ জন। সুস্থ হয়েছেন ৩৩০১ জন। মৃত্যু হয়েছে ৬৯৪ জনের। এদিকে, মহারাষ্ট্র পুলিসের মধ্যে সংক্রমণ চিন্তা বাড়িয়েছে সরকারের। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭১৪ পুলিসকর্মী। এদের করোনা রিপোর্ট পজিটিভ হয়েছে। ইতিমধ্যেই ৫ জনের মৃত্যু হয়েছে।
# করোনা পরিস্থিতিত খুব একটা ভালো নয় গুজরাটেরও। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সেখান যাওয়ার নির্দেশ দিয়েছে এইমসের ডিরেক্টরকে। এখনও পর্য্ন্ত সেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৮৭৮ জন। সুস্থ হয়েছে ১৭০৯ জন ও মৃত্যু হয়েছে ৪২৫ জনের।
# অমিত শাহের নির্দেশে বিশেষ বিমানে আহমেদাবাদে গিয়েছেন এইমসের ডিরেক্টর ডা রণদীপ গুলেরিয়া। শনিবার তিনি সিভিল হাসপাতাল ও এসভিপি হাসপাতাল ঘুরে দেখেন।
# বিহারে করোনা পজিটিভ হয়েছেন ৫ পুলিসকর্মী। রাজ্যে মোটা করোনা পজিটিভ ৫৭৯ জন।
# কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট ১৫.২৫ লাখ করোনা টেস্ট করা হয়েছে। কোট টেস্ট করা হচ্ছে ৯৫০০০ জনের।
# পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করলেন অমিত শাহ।
# দেশে করোনা রোগী সুস্থ হওয়ার হার ২৯.৯১ শতাংশ।
9 May 2020, 09:45 AM
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত আরও ৩৩২০ জন। মৃত ৯৫।
এখনও পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৯৮৩৪। সুস্থ হয়েছে ১৭৮৪৭ জন।
এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৮১ জনের।
8 May 2020, 22:45 PM
একদিনে আক্রান্ত ১৩০ জন। রাজ্যে করোনায় মোট আক্রান্ত ১৬৭৮ জন। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আর ৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন। করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৮।
8 May 2020, 22:30 PM
জেলাওয়াড়ি আক্রান্ত ও মৃতের সংখ্যা-
8 May 2020, 09:15 AM
রাজ্যে করোনা আক্রান্ত ১৫৪৮, মৃত ৭৯ | দেশে সক্রিয় আক্রান্ত ৩৭৯১৬, মৃত ১৮৮৬
7 May 2020, 20:30 PM
জেলাওয়াড়ি করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা-
7 May 2020, 20:30 PM
বুলেটিনে উল্লেখ কলকাতায় করোনার সংক্রমণ নিয়ে চিন্তা বাড়াচ্ছে বড়বাজার। বড়বাজার এলাকায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে প্রচুর গাড়ি ঢোকে। সেখান থেকে সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই লোডিং-আন লোডিংয়ের জায়গা স্থানান্তর করার চিন্তাভাবনা করছে সরকার।
7 May 2020, 20:30 PM
কলকাতায় এই মুহূর্ত সবচেয়ে বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কলকাতার বোরো ৪, বোরো ৬ ও বোরো ৭। এইসব জায়গায় বেলগাছিয়া মডেল অনুসরণ করার ভাবনা রাজ্য সরকারের।
7 May 2020, 18:15 PM
পূর্ব ভারতের সর্ববৃহৎ কোভিড হাসপাতাল হতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজ। বেড সংখ্যা মোট ১০০০। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ম্যারাথন বৈঠক, সেমিনার। চিকিৎসক বিভাগীয় প্রধান, ইন্টার্ন, হাউসস্টাফ, পিজিটি চিকিৎসকদের নিয়ে চলল আলোচনাচক্র। সব মিলিয়ে সব চিকিৎসককেই করোনাভাইরাস সংক্রমণে সংক্রামিতদের চিকিৎসা করতে হবে, এমন নির্দেশ-ই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মল মাজি।
7 May 2020, 09:30 AM
রাজ্যে করোনা আক্রান্ত ১৪৫৬, মৃত ৭২ | দেশে সক্রিয় আক্রান্ত ৩৫৯০২, মৃত ১৭৮৩
6 May 2020, 23:15 PM
দেশের মধ্যে সর্বাধিক পশ্চিমবঙ্গে মৃত্যুর হার, ১৩.২ শতাংশ। এই মর্মে আজ ফের মুখ্যসচিবকে কড়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।
চিঠি আসার পরই তাৎপর্যপূর্ণভাবে প্রশাসনিক স্তরে রদবদল ঘটাল নবান্ন। করোনা সংক্রান্ত বিষয়ে কলকাতার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল ওঙ্কার সিং মীনাকে। কলকাতার দায়িত্ব দেওয়া হল সঞ্জয় থারেকে। অন্যদিকে হাওড়ার দায়িত্বে আনা হল শরৎ দিবেকে।
6 May 2020, 20:45 PM
বুধবার জেলাওয়াড়ি করোনা আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান দেখে নিন-
6 May 2020, 20:30 PM
ভিন রাজ্যে আটকে থাকাদের ফেরাতে 'এন্ট্রি অ্যাপ' নামে নতুন একটি অ্যাপ আনল রাজ্য সরকার। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান,-"এন্ট্রি অ্যাপ"-এর মাধ্যমে রাজ্যে আসার জন্য আবেদন করতে পারবেন যাঁরা ভিন রাজ্যে আটকে আছেন। "এগিয়ে বাংলা" ওয়েবসাইটে অ্যাপটি রয়েছে।
6 May 2020, 20:30 PM
রাজ্যে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হলেন করোনায়। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১১২ জন। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৩১২ থেকে বেড়ে এখন ৩৩৪। নবান্নে সাংবাদিক বৈঠকে করে একথা জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
6 May 2020, 11:45 AM
রাজ্যে করোনা আক্রান্ত ১৩৪৪, মৃত ৬৮ | দেশে সক্রিয় আক্রান্ত ৩৩,৫১৪, মৃত ১৬৯৪
5 May 2020, 23:30 PM
২৯ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল তেলেঙ্গানা সরকার। একথা জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্র শেখর রাও। তেলেঙ্গানায় এখন থেকে শুধু লকডাউন নয়, একইসঙ্গে বলবৎ হবে কারফিউও। প্রতিদিন সন্ধ্যা ৭টার পর থেকে গোটা রাজ্যে কার্ফু বলবৎ থাকবে।
5 May 2020, 20:45 PM
রাজ্য সরকারের জেলাওয়াড়ি করোনা বুলেটিন দেখে নিন-
5 May 2020, 20:00 PM
স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব জানান মঙ্গলবার পর্যন্ত ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা।। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩,৯০০ জন আক্রান্তের হদিশ মিলেছে। প্রাণ হারিয়েছেন ১৯৫ জন। অন্যদিকে সুস্থতার হার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে জানান লব। ১,০২০ জন চিকিৎসায় সুস্থ হয়েছেন বলে জানান তিনি। মঙ্গলবার পর্যন্ত সুস্থতার হার ২৭.৪১ শতাংশ।
5 May 2020, 16:45 PM
রাজ্যে করোনা আক্রান্ত ১৩৪৪, মৃত ৬৮ | দেশে সক্রিয় আক্রান্ত ৩২,১২৮, মৃত ১৫৬৮
5 May 2020, 10:15 AM
রাজ্যে করোনা আক্রান্ত আরও ৪১, মৃত ৫০ | দেশে সক্রিয় আক্রান্ত ৩২,১২৮, মৃত ১৫৬৮
4 May 2020, 08:45 AM
আজ থেকে শুরু তৃতীয় দফার লকডাউন। তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত ১৪ দিনের লকডাউন। এই দফায় গ্রিন জোনে বেশ কিছু ছাড় ঘোষণা করা হয়েছে। অরেঞ্জ জোনের জন্যও রয়েছে ছাড়। তবে রেড জোনে কোনও ছাড় নেই, সম্পূর্ণ লকডাউন।
3 May 2020, 15:45 PM
রবিবার দুপুর পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা গিয়ে হয়েছে ১৩০১ জন। সক্রিয় আক্রান্ত ২৮০৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,৬৩২ জন।
রবিবার দুপুর পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা গিয়ে হয়েছে ১৩০১ জন। সক্রিয় আক্রান্ত ২৮০৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,৬৩২ জন।
মহারাষ্ট্র সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যে। এখনও পর্যন্ত ১২,০০০ করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে সেখানে
মোদীর রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫০৫৪ জন। মৃত্যু হয়েছে ২৬২ জনের। সুস্থ হয়েছেন ৮৯৬ জন।
দিল্লিতে এখনও পর্যন্ত ৪১১২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬৪ জনের। ১২৫৬ জন সুস্থ হয়েছেন।
তামিলনাড়ুতে কোভিড আক্রান্তের সংখ্যা ২৭৫৭। সুস্থ হয়েছে ১৩৪১ জন। মৃত্যু হয়েছে ২৯ জন। রাজস্থানে ২৭৭০ করোনা রোগী ধরা পড়েছে। এর মধ্যে ৬৫ জনের মৃত্যু হয়েছে। ১১২১ জন সুস্থ হয়েছেন। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ১৫১, আক্রান্ত ২৮৪৬ এবং সুস্থ হয়েছেন ৬২৪ জন।
2 May 2020, 22:00 PM
একসপ্তাহে এম আর বাঙ্গুর থেকে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ২০০ রোগী
আজ শনিবারই করোনা পজিটিভ রোগীদের প্রায় ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন
আগামীকাল বাড়ি পাঠানোর কথা আরও ৪০ জনকে
2 May 2020, 22:00 PM
গত ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশে করোনা হটস্পটের সংখ্যা ১৭০ থেকে কমে ১৩০ হয়েছে।
এখনও পর্যন্ত দেশে ১০,০১৮ করোনা রোগী সুস্থ হয়েছেন। এই হার ২৬.৬৪ শতাংশ।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ২ সপ্তাহ দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই ও আহমেদাবাদে কড়া ভাবে লকডাউন পালন করা হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব মতো, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু সংখ্যা ৭১। সবেমিলিয়ে মৃত্যু হয়েছে মোট ১২২৩ জনের।
করোনা সংক্রমণ রোখার জন্য তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু তার মধ্যেই শনিবার লাফিয়ে বাড়ল করোনা রোগীর সংখ্যা। এদিন দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২৪১১ জন।
2 May 2020, 08:15 AM