নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা সংক্রমণের গতি ক্রমশ বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭,৯৬৪ জন। মৃত্যু হয়েছে ২৫৬ জনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৭৩,৭৬২ জন। এদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৮৬,৪২২ জন, সুস্থ হয়েছেন ৮২,৩৭০ জন। মৃত্যুর সংখ্যা ৪৯৭১ জন।


আরও পড়ুন-দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১.৭৩ লাখ ছাড়াল, মৃত্যুর সংখ্যায় শীর্ষ মহারাষ্ট্র


মহারাষ্ট্রে এখনও আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২,০৯৮ জনের। মুম্বইয়ের অবস্থা খুবই খারাপ। সেখানেই আক্রান্ত ৩৭,০০০। মৃত্যু হয়েছে ১,১৭০ জনের। বাণিজ্য নগরীর কাছে এখন বড় চ্যালেঞ্জ হল এশিয়ার সবচেয়ে বড় ধারাভি বস্তি।


দেশে করোনা সংক্রমণ বেড়ে চললেও সরকার বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিয়েছে। ট্রেন, বিমান চালু করা হয়েছে। কোনও কোনও রাজ্যে দোকানও খোলা হচ্ছে। পাশাপাশি এমনও শোনা যাচ্ছে, বিধিনিষেধ রেখে ফের ২ সপ্তাহের জন্য লকডাউন করা হতে পারে।


দেখে নিন কয়েকটি রাজ্যে আক্রান্ত-মৃতের সংখ্যা কত


অন্ধ্রপ্রদেশ:


সক্রিয় আক্রান্ত-১১৫০, সুস্থ-২২২৬, মৃত-৬০,মোট আক্রান্ত ৩৪৩৬।


দিল্লি


সক্রিয় আক্রান্ত-৯১৪২, সুস্থ-৭৮৪৬, মৃত-৩৯৮,মোট আক্রান্ত ১৭,৩৮৬।


গুজরাট


সক্রিয় আক্রান্ত-৬৩৪৩, সুস্থ-৮৬১১, মৃত-৯৮০, মোট আক্রান্ত ১৫,৯৩৪।


আরও পড়ুন-কেরল থেকে বাংলা ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা; বালাসোরে দুর্ঘটনাগ্রস্থ শ্রমিকদের বাস, আহত বহু


মধ্যপ্রদেশ


সক্রিয় আক্রান্ত-৩০৪২, সুস্থ-৪২৬৯, মৃত-৩৩৪, মোট আক্রান্ত ৭৬৪৫।


মহারাষ্ট্র


সক্রিয় আক্রান্ত-৩৩,১৩৩, সুস্থ-২৬,৯৯৭, মৃত-২০৯৮, মোট আক্রান্ত ৬২,২২৮।


রাজস্থান


সক্রিয় আক্রান্ত-২,৯৩৭, সুস্থ-৫২৪৪, মৃত-১৮৪, মোট আক্রান্ত ৮৩৬৫।


তামিলনাড়ু


সক্রিয় আক্রান্ত-৮৭৭৯, সুস্থ-১১,৩১৩, মৃত-১৫৪, মোট আক্রান্ত ২০,২৪৬।