দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১.৭৩ লাখ ছাড়াল, মৃত্যুর সংখ্যায় শীর্ষ মহারাষ্ট্র

দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৭৩,৭৬২। মৃত্যুর সংখ্যা ৪৯৭১। এরকম এক অবস্থায় আরও একদফা লকডাউনের কথা ভাবছে কেন্দ্র

Updated By: May 30, 2020, 12:51 PM IST
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১.৭৩ লাখ ছাড়াল, মৃত্যুর সংখ্যায় শীর্ষ মহারাষ্ট্র

নিজস্ব প্রতিবেদন: পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার পর করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে অধিকাংশ রাজ্যে। পশ্চিমবঙ্গে গত ২৮ মে আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন।

আজ শনিবার কেন্দ্রীয় সরকারের দেওয়া হিসেব অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৭৩,৭৬২। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৮৬,৪২২ জন, সুস্থ হয়েছেন ৮২,৩৬৯ জন। মৃত্যুর সংখ্যা ৪৯৭১। এরকম এক অবস্থায় আরও একদফা লকডাউনের কথা ভাবছে কেন্দ্র।

আরও পড়ুন-সোমবার থেকে ৪০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হবে ফেরি চলাচল, পরিস্থিতি বুঝে বাড়ানো হবে সংখ্যা

দেশে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে ওপরের দিকে রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও গুজরাট। শনিবারই দিল্লিতে আক্রান্ত হয়েছেন ১,১০৬ জন। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৩৯৮ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের।

দেখে নিন কয়েকটি রাজ্যে আক্রান্ত-মৃতের সংখ্যা কত

অন্ধ্রপ্রদেশ:

সক্রিয় আক্রান্ত-১১৫০, সুস্থ-২২২৬, মৃত-৬০,মোট আক্রান্ত ৩৪৩৬।

দিল্লি

সক্রিয় আক্রান্ত-৯১৪২, সুস্থ-৭৮৪৬, মৃত-৩৯৮,মোট আক্রান্ত ১৭,৩৮৬।

গুজরাট

সক্রিয় আক্রান্ত-৬৩৪৩, সুস্থ-৮৬১১, মৃত-৯৮০, মোট আক্রান্ত ১৫,৯৩৪।

মধ্যপ্রদেশ

সক্রিয় আক্রান্ত-৩০৪২, সুস্থ-৪২৬৯, মৃত-৩৩৪, মোট আক্রান্ত ৭৬৪৫।

মহারাষ্ট্র

সক্রিয় আক্রান্ত-৩৩,১৩৩, সুস্থ-২৬,৯৯৭, মৃত-২০৯৮, মোট আক্রান্ত ৬২,২২৮।

আরও পড়ুন-৮ জুনে খুলবে অফিস, যাবেন কীভাবে? মুখ্যমন্ত্রীর নির্দেশে আদৌ কি চলবে বেসরকারি বাস?

রাজস্থান

সক্রিয় আক্রান্ত-২,৯৩৭, সুস্থ-৫২৪৪, মৃত-১৮৪, মোট আক্রান্ত ৮৩৬৫।

তামিলনাড়ু

সক্রিয় আক্রান্ত-৮৭৭৯, সুস্থ-১১,৩১৩, মৃত-১৫৪, মোট আক্রান্ত ২০,২৪৬।

.