নিজস্ব প্রতিবেদন: সহজে আর দোকান থেকে কেনা যাবে না 'করোনার ওষুধ'। কিনতে গেলে লাগবে একগুচ্ছ নথি। আধারকার্ড একেবারে মাস্ট। এমননি নির্দেশিকা জারি করল মহারাষ্ট্র সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নিয়ন্ত্রণ রেখার ওপারে লঞ্চপ্যাডে অপেক্ষা করছে কমপক্ষে ২০০-৩০০ পাক জঙ্গি, হুশিয়ারি সেনার 


মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাড মিনিস্ট্রেশনের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, অ্যান্টি ভাইরাল ড্রাগ রেমডেভিসির ও অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগ টোসিলিজুমাব কিনতে গেলে প্রেসক্রিপশন দেখালেই হবে না। তার সঙ্গে দিতে হবে একাধিক নথিও।


কী সেইসব নথি!


সরকারের তরফে বলা হয়েছে, দোকানে দিতে হবে রোগীর আধার কার্ড, কোভিড পজিটিভ রিপোর্ট, যিনি কিনছেন তাঁর মোবাইল নম্বর-সহ যোগাযোগের বিস্তারিত তথ্য। এছাড়া দিতে হবে কনসেন্ট ফর্ম। 


আরও পড়ুন-কোভিড রোধে দিল্লির প্রশংসা; সামাজিক দূরত্ব বজায়ের সঙ্গে আপোষ নয়, করোনা নিয়ে বৈঠকে বার্তা মোদীর


কেন এমন কড়া ব্যবস্থা?


মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতরের মন্ত্রী রাজেন্দ্র সিংঘে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল ওই দুই ওষুধের কালোবাজারি হচ্ছে। যাদের প্রয়োজন নেই তারাও ওই ওষুধ কিনে মজুত করছেন। তারপর পর তা চড়া দামে বিক্রি করে দিচ্ছেন। যে সব নথি চাওয়া হয়েছে তা হাতে পেলে বোঝা যাবে কারা ওইসব ওষুধ ব্যবহার করছেন এবং তা কোভিড রোগীরই পাচ্ছেন কিনা।