নিজস্ব প্রতিবেদন: দিল্লি সরকারের মহল্লা ক্লিনিকের এক চিকিত্সকের দেহ মিলল্ল নোভেল করোনার অস্তিত্ব। বুধবার এমনটাই খবর স্বাস্থ্য মন্ত্রক সূত্রে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পথ দেখাচ্ছে বাংলা, মেডিক্যালের পর দ্বিতীয় করোনা হাসপাতাল রাজারহাটে


ওই চিকিত্সক রোগী দেখতেন মৌজপুরে। গত ১২ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ওই ক্লিনিকে যেসব রোগী এসেছিলেন তাঁদের কোয়ারেন্টাইনে যেতে বলেছে প্রশাসন। তবে ওই চিকিত্সক বিদেশে গিয়েছিলেন কিংবা কোনও করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন কিনা তা এখনও জানা যাচ্ছে না।


বুধবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টার দিল্লিতে ৫ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। এনিয়ে রাজধানীতে রোগীর সংখ্যা বেড়ে হল ৩৫।


আরও পড়ুন-Live: বাংলায় আরও এক করোনা হাসপাতাল, ভারতে মৃত ১১, আক্রান্ত ৫৬২


এদিকে, দেশজুড়ে লকডাউন শুরু হয়ে যাওয়ার পর দিল্লির বিভিন্ন এলাকায় দুধ, সবজি-সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবারহ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তবে কেজরীবাল জানিয়েছেন, ওইসব জিনিসের কোনও অভাব হবে না। প্রয়োজনে ১০৩১ নম্বরে ফোন করুন।