নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২,৪৬,৬২৭ জন। সক্রিয় করোনা আক্রান্ত ১,২০,৪০৬ জন। মৃত্যু হয়েছে ৬,৯২৯ জনের। আর বিপুল সংখ্যক এই আক্রান্তের মধ্যে অর্ধেকই দেশের ৪ মহানগরের। এগুলি হল মুম্বই, দিল্লি, চেন্নাই ও কলকাতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আনলক1: কলকাতা পুরসভায় ৩ সার্কুলের ত্রিফলায় ক্ষুব্ধ কর্মীমহল


আক্রান্তের সংখ্যার নীরিখে ইতিমধ্যেই স্পেনকে টপকে গিয়েছে ভারত। বর্তমানে আক্রান্তের দিক থেকে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে আমাদের দেশ। মৃত্যুর সংখ্যায় এগিয়ে রয়েছে মুম্বই। ওই চার শহরের সঙ্গে আহমেদাবাদ, ইন্দোর ও পুনের আক্রান্তের সংখ্যা যোগ করলে তা হবে দেশের মোট আক্রান্তের ৬০ শতাংশ।


বর্তমানে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া ও ব্রিটেন। পঞ্চম স্থানে ভারত। মৃত্যুর সংখ্যায় ১২ নম্বরে রয়েছে আমাদের দেশ।


# এখনও পর্য্ন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮০,২২৯, সক্রিয় আক্রান্ত ২,২২৪, মৃত ২৮৪৯ জন।


# গুজরাটে আক্রান্তের সংখ্যা ১৯,০৯৪, সক্রিয় আক্রান্ত ৪,৯০২, মৃতের সংখ্যা ১১৯০।


আরও পড়ুন-সেলুনে চুল কাটতে গিয়ে ফেসবুকে ছবি শেয়ার করলেন কলকাতা সিপি অনুজ শর্মা, লিখলেন 'শায়েরি'


# দিল্লিতে মোট আক্রান্ত ২৮,৬৯৪, সক্রিয় করোনা আক্রান্ত ১৮,৩১১, মৃত ৭০৮।


# তামিলনাড়তে এখনও পর্যন্ত আক্রান্ত ২৮,৬৯৪, সক্রিয় করোনা আক্রান্ত ১২,৭০০, মৃত ২৩২।


# রাজস্থানে এখনও পর্যন্ত আক্রান্ত ১০,০৮৪, সক্রিয় করোনা আক্রান্ত ২২,৫০৭, মৃত ২১৮ জন।