আনলক1: কলকাতা পুরসভায় ৩ সার্কুলের ত্রিফলায় ক্ষুব্ধ কর্মীমহল

সমস্যার সূত্রপাত মূলত তিনটি সার্কুলারকে ঘিরে।

Reported By: দেবারতি ঘোষ | Updated By: Jun 7, 2020, 09:56 AM IST
আনলক1: কলকাতা পুরসভায় ৩ সার্কুলের ত্রিফলায় ক্ষুব্ধ কর্মীমহল

নিজস্ব প্রতিবেদন: আনলক ওয়ানে খুলেছে কলকাতা পুরসভা। কিন্তু শুরুতেই কয়েকটি বিষয় নিয়ে বাঁধল গোল। সমস্যার সূত্রপাত মূলত তিনটি সার্কুলারকে ঘিরে।
দেখে নেওয়া যাক সমস্যার সূত্রপাত কোথায়?

১. একশো শতাংশ হাজিরার নির্দেশ।
পুরসভার এই সার্কুলার ঘিরে কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি, রাজ্য সরকার ৭০ শতাংশ হাজিরায় কথা বলছে, সেক্ষেত্রে পুরসভা কীভাবে এই নির্দেশ অমান্য করে একশো শতাংশ হাজিরার সার্কুলার জারি করে? এতে কি আদৌ সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে? স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হবে।

২. শিক্ষা দফতরের ১০ জনের বেতন বন্ধ করার নির্দেশ ।
পুরসভার কর্মীদের অভিযোগ, লকডাউনে কেন কাজে আসা হয়নি, এই যুক্তি দেখিয়ে শিক্ষাদফতরের ১০ জন কর্মীর বেতন বন্ধ করার নির্দেশ এসেছে। তাঁদের প্রশ্ন, লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধির কথা অমান্য করে কীভাবে তাঁরা কাজে আসবেন?

৩. টাকা তুলতে মরিয়া পুরো প্রশাসনের নির্দেশিকা
 ট্রেজারিতে যাঁরা কাজ করেন তাঁরা নিজ দায়িত্বে কলকাতায় ঘর ভাড়া নেবেন। যাতে ৮ তারিখ থেকে কোনও ভাবেই অফিসে আস্তে অসুবিধা না হয়। যেকোনও মূল্যে অফিস আসতেই হবে।
কর্মীদের দাবি, এই অবস্থায় কে ঘর ভাড়া দেবে? কেইবা এই পরিস্থিতে আমাদের থাকতে দেবেন? যাদের কর্মস্থলে আসার একমাত্র উপায় ট্রেন,  তাঁরা আসবেন কীভাবে?
 

.