নিজস্ব প্রতিবেদন: ফের বাড়ছে আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪১,১৯৫-এ। মৃত্যু হল ৪৯০ জনের। এনিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা হল ৪,২৯,৬৬৯। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শুধু Rahul নন, আরও ৫ নেতার অ্য়াকাউন্ট বন্ধ করেছে Twitter, অভিযোগ Congress-এর


কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ৩০,০৬৯ জন। সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। আইসিএমআর-এর পরিসংখ্যান অনুযায়ী গত ১১ অগাস্ট পর্যন্ত দেশে স্যাম্পল টেস্ট হয়েছে ৪৮,৭৩,৭০,১৯৬টি। বুধবার টেস্ট হয়েছে ২১,২৪,৯৫৩ স্যাম্পেল। উল্লেখ্য, এখনওপর্যন্ত দেশে ৫৩.২৪ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।


আরও পড়ুন-Delhi: রাজধানীতে যৌন নির্যাতনের শিকার ৬ বছরের শিশু কন্যা, গ্রেফতার অভিযুক্ত  


দেশে পজিটিভিটি রেট ১.৯৪ শতাংশ। গত ১৭ দিনের তুলনায় এই হার ৩ শতাংশ কম।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)