নিজস্ব প্রতিবেদন: তিন দিন পর ফের করোনাভাইরাসের সংক্রমণ মিলল কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এ খবর জানিয়ে বলা হয়েছে, এ নিয়ে দ্বিতীয় জনের শরীরে করোনাভাইরাসের খোঁজ পাওয়া গেল। ওই ব্যক্তিও চিন ঘুরে এসেছেন বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে স্বতন্ত্র ব্যবস্থায় পর্যবেক্ষণ রাখা হয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনাভাইরাসের প্রথম হানা কেরল রাজ্যেই দেখা যায়। গত ৩০ জানুয়ারি উহান বিশ্ববিদ্যালয়ে পাঠরত এক পড়ুয়ার রক্তে করোনা জীবাণু মেলে বলে সরকারের তরফে জানানো হয়। তাঁরও বিশেষ পর্যবেক্ষণে চিকিত্সা চলছে। বহু পড়ুয়া চিনে পড়তে গিয়ে ঘরবন্দি হয়ে পড়েছেন। তাঁদের দেশে ফেরাতে চিন সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে সাউথ ব্লক। এর মধ্যে অনেক বাঙালিও রয়েছেন।


আরও পড়ুন- 'হামরা ওয়াতন, খিলতে হুয়ে শালিমার বাগ জ্যাসা, নির্মলার ভাষণে উঠে এল কাশ্মীর


 করোনাভাইরাসের থাবা জুবুথুবু অবস্থা চিন। কার্যত ভয়াবহ আকার ধারণ করেছে। মৃত্যু ছাড়িয়েছে ৩০০-র বেশি। প্রায় ১৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত। এই ভাইরাস মোকাবিলায় পর্যাপ্ত চিকিত্সা না থাকায় দিশাহারা বেজিং। চিনের এই আঁচ ছড়িয়ে পড়েছে বিশ্বে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে চলছে কড়া নজরদারি। স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। যার জেরে চিন থেকে আগত যাত্রীদের প্রবেশে রাশ টানছে আমেরিকা, সিঙ্গাপুর।