নিজস্ব প্রতিবেদন: জেলেও ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। ঘুম ছুটেছে উদ্ধব ঠাকরে সরকারের। বাধ্য হয়েই রাজ্যে অর্ধেক কারাবন্দিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মেয়াদ শেষ শিলিগুড়ি পুরনিগমের, প্রশাসক হতে চলেছেন অশোক ভট্টাচার্যই


মুম্বইয়ের আর্থার রোড জেলের ৭৭ বন্দি করোনা আক্রান্ত। জেলের ২৬ স্টাফের দেহেও মিলেছে কোভিড ১৯ এর অস্তিত্ব। তার পরেই আতঙ্কে কাঁটা সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের অর্ধের বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। সবে মিলিয়ে এদের সংখ্যা ১৭,০০০।


রাজ্যের জেলগুলিতে মোট বন্দির সংখ্যা ৩৫,২৩৯। জায়গার তুলনায় বন্দির সংখ্যা অনেকটাই বেশি। তাই কিছু বন্দিকে ছেড়ে দেওয়ার জন্য একটি কমিটি গঠন করে রাজ্য সরকার। ওই কমিটিতে ছিলেন বিচারপতি এএ সৈয়দ, অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব সঞ্জয় চাহান্দে ও ডিজি(কারা) এস এন পান্ডে। সেই কমিটির সুপারিশেই বন্দিদের ছাড়া হচ্ছে।


আরও পড়ুন-লকডাউনে ঘরে মন টিকছে না; জাতীয় সড়কে ঘোড়া ছুটিয়ে দিলেন বিজেপি বিধায়কপুত্র, দেখুন


ওই কমিটি সুপারিশ করেছে যেসব বন্দির বিরুদ্ধে মোকা, ইউএপিএ ধারায় মামলা রয়েছে তাদের ছাড়া হবে না। কমিটির বক্তব্য অর্ধেক বন্দিকে ছেড়ে দিলে জেল অনেকটাই খালি হবে। একে করোনা রোখার ক্ষেত্রে নজরদারি ভালোভাবে চালানো যাবে।