নিজস্ব প্রতিবেদন: করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও নিস্তার নেই। সপাহ পার হতেই বদলে গেল রিপোর্ট।
এক সপ্তাহ আগে নয়ডায় করোনা সন্দেহভাজন ২ ব্যক্তির লালরস পরীক্ষায় নেগেটিভ আসে। তাদের হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু সপ্তাহ কাটতে না কাটতেই  ফের একই উপসর্গ। ফের ভর্তি একই হাসপাতাল। এবার তিনবার টেস্ট করে রেজাল্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুন-করোনা উপসর্গ নিয়ে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি রাজ্যের সাংসদের বাবা
নয়ডার গভর্মেন্ট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স প্রথমে ভর্তি হয়েছিলেন ওই ২ ব্যক্তি। ২৪ ঘণ্টার মধ্যে টেস্ট করে তাদের কোভিড-১৯ নেগেডিভ পাওয়া যায়। শুক্রবার তাদের হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়।  ছাড়ার সময়ে তাদের দেহ থেকে স্যাম্পল নিয়ে রাখা হয়। সেই স্যাম্পেল টেস্ট করেই পজিটিভ বেরিয়েছে।
উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরর মধ্যে পড়ে নয়ডা। রজ্যের এই অংশেই করোনা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এখনও পর্য্নত রাজ্যে ৪৮৩ করোনা রাগীর সন্ধান পাওয়া গিয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের।
আরও পড়ুন-Live: রাজ্যে করোনায় চিকিৎসাধীন ৯৫, মৃত ৭ | দেশে সক্রিয় আক্রান্ত ৯১৫২, মৃত ৩০৮
উল্লেখ্য, দেশে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৯০০০ পার হয়েছে। মৃত্যু হয়েছে ৩০৮ জনের। এরকম এক অবস্থায় লকডাউন জারি রাখার পক্ষেই সায় দিয়েছে অধিকাংশ রাজ্য। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে করোনার প্রকোপ যেসব জায়গায় রয়েছে সেগুলিকে ৩ ভাগে ভাগ করা। যেখানে করোনার প্রকোপ নেই সেখানে লকডাউনে ছাড়া দেওয়া হতেও পারে বলে মনে করা হচ্ছে।