নিজস্ব প্রতিবেদন : করোনা আতঙ্কে সিল করা হল বাংলাদেশ সীমান্ত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হল মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেসের যাত্রা। একইসঙ্গে আজ থেকে কলকাতা স্টেশনে চালু হল থার্মাল স্ক্রিনিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, ঢাকা-কলকাতা রুটে চলে মৈত্রী এক্সপ্রেস। খুলনা-কলকাতা রুটে চলে বন্ধন এক্সপ্রেস। করোনা ভাইরাস প্রতিরোধে ১৩ মার্চ থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। তবে শুক্রবার সকালে কলকাতার উদ্দেশে রওনা হয়েছিল মৈত্রী এক্সপ্রেস। অবশ্য এই ট্রেনে যাত্রী কম ছিল। শুক্রবার বিকাল থেকে ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। ভারত-বাংলাদেশ বিমান পরিষেবাও সাময়িক ভাবে বন্ধ রাখা রয়েছে।


আরও পড়ুন, নতুন করে আরও ২ জনের রিপোর্ট পজেটিভ, ভারতে করোনা আক্রান্ত বেড়ে ৮৩


প্রসঙ্গত, ভারতে নতুন করে আরও ২ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে। মহারাষ্ট্রের ২ জনের দেহে মারণ ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এই মুহূর্তে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ জন। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে কর্নাটক ও দিল্লিতে ২ জনের মৃত্যু হয়েছে।