করোনা পজিটিভ উপরাষ্ট্রপতি, হোম কোয়ারেন্টিনেই বেঙ্কাইয়া নাইডু
উপরাষ্ট্রপতির স্ত্রী ঊষা নাইডুর করোনা টেস্ট হলেও তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে।
নিজস্ব প্রতিবেদন: সংসদের বাদল অধিবেশনে করোনা পজিটিভ হয়েছিলেন ২৫ সাংসদ। এবার কোভিড পজিটিভ হলেন রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
আরও পড়ুন-করোনার বিরুদ্ধে যুদ্ধ, ১ মাস ডাক্তার-নার্সদের পড়ে থাকতে হবে হাসপাতালেই!
উপরাষ্ট্রপতির টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, ৭১ বছরের বেঙ্কাইয়া ভালো আছেন। নিজের বাসভবনেই রয়েছেন কোয়ারেন্টিনে। কোভিডের রুটিন টেস্ট করাতেই তাঁর করোনা ধরা পড়ে। তবে তাঁর মধ্যে কোনও উপসর্গ নেই। উপরাষ্ট্রপতির স্ত্রী ঊষা নাইডুর করোনা টেস্ট হলেও তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন।
আরও পড়ুন-১৮ বছরের ওপরে দেশের ৭.১ শতাংশ মানুষের দেহে মিলেছে করোনার অস্তিত্ব, বলছে সেরো-সার্ভে
উল্লেখ্য, গত ২৮ দিন পর মঙ্গলবার একদিনে করোনা রোগীর মৃ্ত্যুর সংখ্যা হাজারের নীচে নেমে এল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার শিকার হয়েছেন ৭৭৬ জন। এনিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা হল ৯৬,৩১৮।
গোটা দেশে এখনও পর্য্নত আক্রান্তের সংখ্যা ৬১ লাখ পার করে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০,৫৮৯ জন।