নিজস্ব প্রতিবেদন: ভারতের করোনা-পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। সকলেই সাধ্যমতো সাহায্য করেছে এবং সহমর্মিতা প্রকাশ করছে। বাদ রইল না ভারতের নিকটতম প্রতিবেশী বাংলাদেশও। সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করোনা-পর্বে বন্ধুত্বের বার্তা দিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশের Prime Minister Sheikh Hasina ভারতের  প্রধানমন্ত্রী Narendra Modi-কে এই ভয়ানক করোনা যুদ্ধে পাশে থাকার বার্তা দিলেন। সোমবার Ministry of Foreign Affairs-এর তরফে জানা গিয়েছে, ভারতের covid-19 pandemic-এর ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। ভারতের অসংখ্য কোভিডমৃতের শান্তির জন্য তিনি প্রার্থনা করেছেন। তাঁদের পরিবারের প্রতি সান্ত্বনাও জানিয়েছেন।


আরও পড়ুন: 'দায়িত্বজ্ঞানহীন!' ভারত মহাসাগরে রকেট আছড়ে পড়া নিয়ে চিনকে তোপ NASA -র


হাসিনা জানিয়েছেন, কোভিডের সঙ্গে লড়াইয়ে তিনিও ভারতের পাশে আছেন এবং এ জন্য ভারতকে সর্বশক্তি দিয়ে সাহায্য করবে তাঁর দেশ।


প্রসঙ্গত, এর আগেও হাসিনা কোভিড বিপর্যয়ে ভারতের পাশে দাঁড়িয়েছেন। তিনি ভারতের COVID-19 Emergency Fund-য়ে  1.5 million ডলার দান করেছিলেন।


আরও পড়ুন: Corona বাড়ছে, কিন্তু বিশ্বের এই দেশগুলিতে Vaccine-ই নেই