COVID-19 মধ্য প্রাচ্য থেকে ভারতে তরল অক্সিজেন ও চিকিৎসার সরঞ্জাম নিয়ে আসল INS Kolkata
মধ্য প্রাচ্য থেকে ভারতে তরল অক্সিজেন ও চিকিৎসার সরঞ্জাম চলে এল
নিজস্ব প্রতিবেদন: করোনা (COVID-19) বিধ্বস্ত ভারতের অক্সিজেনের চাহিদা মেটাতে পাশে আছে কুয়েত। সে দেশের সরকার বিবৃতি দিয়ে জানিয়েছিল যে, তারা ১৪০০ মেট্রিকটন তরল মেডিক্যাল অক্সিজেন ভারতে পাঠাচ্ছে। মধ্য প্রাচ্যের দেশ থেকে সমুদ্র পথে ৫৪ মেট্রিকটন তরল মেডিক্যাল, ৪০০টি অক্সিজেন সিলিন্ডার ও ৪৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর চলে এল ভারতে।
আরও পড়ুন: গঙ্গার জলে ভাসছে কয়েকশো লাশ! পচে-গলে উঠেছে প্রত্যকটি দেহ
কুয়েত ও কাতার থেকে অক্সিজেন নিয়ে সোমবার নিউ মেঙ্গালুরু বন্দরে পৌঁছয় ভারতীয় নৌসেনার রণতরী আইএনএস কলকাতা (INS Kolkata)। কোভিড যুদ্ধে ভারতীয় নৌসেনার বিশেষ অপারেশন 'সমুদ্রসেতু-২'এর মাধ্যমে এই অক্সিজেন এসেছে। শুধু অক্সিজেনই নয়, কোভিড চিকিৎসার জন্য সরঞ্জামও এসেছে কুয়েত-কাতার থেকে। এই প্রাণবায়ু নিঃসন্দেহে ভারতকে এই কঠিন সময়ে শান্তির নিঃশ্বাস নিশ্চিত করবে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনখুশ মাণ্ডব্য টুইট করেছেন রণতরী ও অক্সিজেনের ছবি। তিনি জানিয়েছেন এদিন সংযুক্ত আরব আমিরশাহী থেকেও এসেছে ৮০ মেট্রিকটন তরল মেডিক্যাল অক্সিজেন।