নিজস্ব প্রতিবেদন: করোনার (Cororna) চিকিৎসায় রেমডেসিভিরের (Remdesivir) ব্যবহার নিয়ে আগেই সরব হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এবার সরাসরি এই অ্যান্টি ভাইরাল ড্রাগ বাতিলের দাবি তুললেন দিল্লির গঙ্গারাম হাসপাতালের চেয়ারপার্সন ডাক্তার ডিএস রানা(Dr DS Rana)৷


আরও পড়ুন: করোনা কাড়ল প্রাণ, প্রয়াত চিপকো আন্দোলনের প্রাণপুরুষ Sundarlal Bahuguna


সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে তিনি জানান, করোনার চিকিৎসায় রেমডেসিভির (Remdesivir) ব্যবহার করলে যে ভাল ফল পাওয়া যায়, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি৷ করোনা চিকিৎসায় রেমডেসিভিরের (Remdesivir) ব্যবহার এখনই বন্ধ করে দেওয়া উচিত৷ এমনকি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর গাইডলাইন মেনে, করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহারেরও বিরোধিতা করেন তিনি৷


আরও পড়ুন: ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণ, বেকসুর খালাস তেহেলকার প্রাক্তন সম্পাদক Tarun Tejpal



প্রসঙ্গত, সম্প্রতি করোনার চিকিৎসায় রেমডেসিভির (Remdesivir) ব্যবহারের বিরোধিতা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। কোভিড মোকাবিলায় এই ওষুেধর কোনও উপকারিতা নেই বলে দাবি করেছে সংস্থাটি৷ একই ভাবে করোনার চিকিৎসায় প্লাজম থেরাপি নিয়ে নয়া গাইডলাইন জারি করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)৷