ওয়েব ডেস্ক : গরুকে 'জাতীয় পশু'র দাবি জানিয়েছিলেন রাজস্থান হাইকোর্টের বিচারপতি বি শিবশঙ্কর রাও। আরও একধাপ এগিয়ে গরুকে 'মা ও ঈশ্বরের বিকল্প' হিসাবে দাবি করলেন হায়দ্রাবাদ হাইকোর্টের বিচারপতি। তাঁর মতে গোরু 'জাতীয় ও পবিত্র সম্পদ'।  হায়দ্রাবাদ হাইকোর্টের বিচারপতি বি শিবশঙ্কর রাওয়ের মন্তব্যে ফের দানা বেঁধেছে বিতর্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক ব্যক্তির গোরু-মোষ বাজেয়াপ্ত করার পর, তিনি আদালতের শরনাপন্ন হন। সেই মামলার শুনানিতেই এই মন্তব্য করেন হায়দ্রাবাদ হাইকোর্টের বিচারপতি। এই প্রসঙ্গে পশু হিংসা প্রতিরোধ আইনেরও সংশোধন চেয়েছেন তিনি। বিচারপতি রাওয়ের তোপের মুখে পড়েন পশু চিকিতসকরাও। তাঁর দাবি, মিথ্যে শংসাপত্র দিয়ে বহু চিকিত‍‍সকই সুস্থ-সবল গরুকে কসাইখানায় পাঠানোর ব্যবস্থা করেন।


আরও পড়ুন, 'চতুর বেনিয়া' ছিলেন মহাত্মা, কটাক্ষ অমিত শাহের