ওয়েব ডেস্ক: ত্রিপুরা উপনির্বাচনে ফ্লপ তৃণমূল। দুই আসনেই উড়েছে বামেদের লাল নিশান।  ত্রিপুরার বরজোলা ও খোয়াই দুই বিধানসভাআসনেই  জয়ী হয়েছে সিপিএম। দু জায়গাতেই লাল আবিরের উচ্ছ্বাস। সমর্থকদের বিজয় উল্লাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে ত্রিপুরাতে ফ্লপ হলেও এ রাজ্যে উপনির্বাচনে তিন কেন্দ্রেই সবুজ ঝড়। তিন আসনেই বড় ব্যবধানে জয়ী তৃণমূল। কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর জমানত জব্দ। মন্তেশ্বরে জমানত জব্দ হয়েছে সিপিএমের। কার্যত নিশ্চিহ্ন বিরোধীরা।


আরও পড়ুন- শহরে নাকি রাত বাড়লেই ভূত আসছে


তমলুক লোকসভা আসনে সিপিএমের মন্দিরা পণ্ডাকে প্রায় পাঁচ লক্ষ ভোটে হারিয়ে দিলেন তৃণমূলের দিব্যেন্দু অধিকারী। কোচবিহার লোকসভা আসনে বিজেপির হেমচন্দ্র বর্মনকে চার লাখেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন তৃণমূলের পার্থপ্রতিম রায়।  মন্তেশ্বর বিধানসভা আসনে সিপিএমের ওসমান গনি সরকারকে এক লাখ সাতাশ হাজার ভোটে হারিয়ে দিয়েছেন তৃণমূলের সৈকত পাঁজা।