নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করে থাকেন কাশ্মীরের মানুষজন। কখনও কখনও নিরীহ যুবকদের হত্যা করারও অভিযোগ ওঠে। কিন্তু এক উল্টো দিকও রয়েছে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি আশঙ্কাজনক এক প্রসুতি ও তাঁর সন্তানের প্রাণ বাঁচালেন এক সিআরপিএফ জওয়ান। খবর প্রকাশিত হতেই প্রশংসার বন্যা সোশ্যাল মিডিয়ায়।


আরও পড়ুন-উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বীরচক্র সম্মান, নাম প্রস্তাব বায়ুসেনার


সন্তানের জন্ম দিতে গিয়ে জটিলতা ও প্রবল রক্তক্ষরণ হয়ে আশঙ্কাজনক হয়ে পড়েন এক কাশ্মীরি তরুণী। শ্রীনগরের গুলশানের বাসিন্দা ওই তরুণীর পরিবার সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন সিআরপিএফের হেল্পলাইন মদতগার-এ। রাজ্যবাসীর বিপদে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে ওই হেল্পলাইন।



সাহায্যের আবেদন যাওয়ার পরই এগিয়ে আসেন ৫৩ নম্বর ব্যাটালিয়ানের জওয়ান গোহিল শৈলেশ। তিনি হাসপাতালে এসে রক্ত দিয়ে ওই প্রসুতি ও শিশুকে মৃত্যুর হাত থেকে বাঁচান।


আরও পড়ুন-কলম্বো বিস্ফোরণের পরিস্থিতি উপর নজর রাখছে ভারতের বিদেশমন্ত্রক, চালু করা হল আপত্কালীন ফোন নম্বর


সিআরপিএফের টুইটার হ্যান্ডেল গোটা বিষয়টিকে জানানো হয়েছে। লেখা হয়েছে কনস্টেবল গোহিল শৈলেশ রক্তদান করে এক প্রসুতি ও তার শিশুর প্রাণ বাঁচিয়েছেন। এভাবেই এক রক্তের সম্পর্ক তৈরি করল সিআরপিএফ। গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এখন প্রশংসার বন্যা।