রক্ত দিয়ে কাশ্মীরি তরুণী ও তার সন্তানের প্রাণ বাঁচালেন সিআরপিএফ জওয়ান, প্রশংসা সোশ্যাল মিডিয়ায়
তরুণীর পরিবার যোগাযোগ করেন সিআরপিএফের হেল্পলাইন মদতগার-এ
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করে থাকেন কাশ্মীরের মানুষজন। কখনও কখনও নিরীহ যুবকদের হত্যা করারও অভিযোগ ওঠে। কিন্তু এক উল্টো দিকও রয়েছে।
সম্প্রতি আশঙ্কাজনক এক প্রসুতি ও তাঁর সন্তানের প্রাণ বাঁচালেন এক সিআরপিএফ জওয়ান। খবর প্রকাশিত হতেই প্রশংসার বন্যা সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বীরচক্র সম্মান, নাম প্রস্তাব বায়ুসেনার
সন্তানের জন্ম দিতে গিয়ে জটিলতা ও প্রবল রক্তক্ষরণ হয়ে আশঙ্কাজনক হয়ে পড়েন এক কাশ্মীরি তরুণী। শ্রীনগরের গুলশানের বাসিন্দা ওই তরুণীর পরিবার সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন সিআরপিএফের হেল্পলাইন মদতগার-এ। রাজ্যবাসীর বিপদে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে ওই হেল্পলাইন।
সাহায্যের আবেদন যাওয়ার পরই এগিয়ে আসেন ৫৩ নম্বর ব্যাটালিয়ানের জওয়ান গোহিল শৈলেশ। তিনি হাসপাতালে এসে রক্ত দিয়ে ওই প্রসুতি ও শিশুকে মৃত্যুর হাত থেকে বাঁচান।
আরও পড়ুন-কলম্বো বিস্ফোরণের পরিস্থিতি উপর নজর রাখছে ভারতের বিদেশমন্ত্রক, চালু করা হল আপত্কালীন ফোন নম্বর
সিআরপিএফের টুইটার হ্যান্ডেল গোটা বিষয়টিকে জানানো হয়েছে। লেখা হয়েছে কনস্টেবল গোহিল শৈলেশ রক্তদান করে এক প্রসুতি ও তার শিশুর প্রাণ বাঁচিয়েছেন। এভাবেই এক রক্তের সম্পর্ক তৈরি করল সিআরপিএফ। গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এখন প্রশংসার বন্যা।