উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বীরচক্র সম্মান, নাম প্রস্তাব বায়ুসেনার

Apr 21, 2019, 06:41 AM IST
1/6

s 6

s 6

বীরচক্র সম্মানের জন্য উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নাম প্রস্তাব করছে বায়ুসেনা। পাশাপাশি পাক মাটিতে নিখুঁত নিশানায় বোমাবর্ষণের জন্য মিরাজ-২০০০ জেটের ১২ পাইলটকে বায়ুসেনা মেডেল দেওয়ার প্রস্তাব করা হল।

2/6

S 5

S 5

পরমবীর চক্র ও মহাবীর চক্রের পর বীরচক্র দেশের তৃতীয় গুরুত্বপূর্ণ একটি সম্মান।

3/6

S 4

S 4

গত ২৭ ফেব্রুয়ারি মিগ ২১ বাইসন ফাইটার জেটের সাহায্যে পাকিস্তানের এফ-১৬ জেটকে ধ্বংস করেন অভিনন্দন।

4/6

S 3

S 3

পাক বিমানকে ধ্বংস করলেও তাঁর বিমানেও গুলি লাগে। সেটি ভেঙে পড়ে পাক সীমানায়। তাঁকে বন্দি করে পাক সেনা।

5/6

S 2

S 2

টানটান উত্তেজনার মধ্যে অভিনন্দকে সসম্মানে ফিরিয়ে দিতে বাধ্য হয় পাকিস্তান। পাক হেফাজতে থাকাকালীন তিনি যে মানসিক দৃড়তার পরিচয় দিয়েছিলেন তা দেশবাসীর নজর কেড়েছিল।

6/6

s 1

s 1

এদিকে অভিনন্দনের নিরপত্তার কথা মাথায় রেখে তাঁকে শ্রীনগর থেকে পশ্চিম ভারতের অন্য একটি ঘাঁটিতে বদলি করছে বায়ুসেনা।