নিজস্ব প্রতিবেদন: দেশের সুরক্ষা তাঁদের দায়িত্বে। পর্বতের শৃঙ্গে কিংবা মরুভূমির বালুরাশিতে তাঁরা অতন্দ্র প্রহরী। সেই জওয়ানরাই ফের মানবতার নজির গড়লেন। নদীর জলরাশিকে তুচ্ছ্ করেই মৃত এক জওয়ানের দেহ তাঁর বাড়িতে পৌঁছে দিলেন CRPF জওয়ানরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (DRG) একজন জওয়ান শনিবার রাতে সুকমার একটি হাসপাতালে প্রাণ হারান। কিন্তু বাড়িতে পৌঁছতে পারছিল না তাঁর দেহ। মাঝখানে বাধা হয়ে দাড়িয়েছিল নদীর জলরাশি। ২ ঘন্টা গাড়ি আটকে থাকার পর CRPF জওয়ানরা কাঁধে করে দেহ পৌঁছে দিলেন ভেজি গ্রামে।


 



নদীর জলস্তর বৃদ্ধির কারণে পার্শ্ববর্তী অঞ্চলে গাড়ি আটকে পড়লেও জওয়ানরা পায়ে হেঁটে দেহ পৌঁছলেন গ্রামে। জলরাশির কাছে হার না মেনেই এই কাজ করে দেখালেন সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সের সদস্যরা। ভিডিয়োয় দেখা যাচ্ছে এক হাঁটু জলের মধ্যে বৃষ্টি চলাকালীনই হেঁটে চলেছেন তাঁরা। কাঁধে মৃত জওয়ান। CRPF-এর ওই দলে ছিলেন ২১৯ ব্যাটেলিয়নের মোহন বিস্ত। মৃত জওয়ানের পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যাবাদ জানানো হয়েছে CRPF জওয়ানদের।


আরও পড়ুুন: পরীক্ষায় "গ্রিন সিগন্যাল" সুপ্রিম কোর্টের! JEE, NEET স্থগিত রাখার আবেদন খারিজ শীর্ষ আদালতে