নিজস্ব প্রতিবেদন: রমজানের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। শুক্রবার সিআরপিএফের গাড়ি তিন পাথর নিক্ষেপকারীকে পিষে দেওয়ার ঘটনায় ক্ষোভ তুঙ্গে ওঠে শ্রীনগরের নওহাট্টায়। এনিয়ে পুলিস ইতিমধ্যেই সিআরপিএফ-এর শ্রীনগর ইউনিটের বিরুদ্ধে ২টি এফআইআর দায়ের করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আইপিএল বেটিংয়ে যুক্ত ছিলাম, স্বীকারোক্তি আরবাজের


উল্লেখ্য, শুক্রবার নওহাট্টার জামা মসজিদ এলাকা থেকে স্লোগান দিতে দিতে শহরের প্রধান চক-এর দিকে এগোতে থাকে একদল ‌যুবক। সেই সময় তাদের সামনে পড়ে ‌যায় সিআরপিএফের একটি জিপসি গাড়ি। এরপর জিপসিটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে বিক্ষোভকারীরা। সেসময় জিপসির চালক ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এগোতে থাকেন। আর এতেই ঘটনাস্থলে তিন পাথর নিক্ষেপকারী মারাত্মক আহত হন। হাসপাতালে নিয়ে গেলে এদের একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই উত্তাল হয়ে ওঠে উপত্যকা।


আরও পড়ুন-ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে ১০ দিনের পুলিস হেফাজত


সিআরপিএফের মুখপাত্র সঞ্জয় শর্মা জানিয়েছেন, ‘৫০০-৬০০ ‌যুবক ওই গাড়িটিকে ঘিরে ধরে এক অফিসারকে টেনে নামানোর চেষ্টা করে। অনেকে গাড়ির ছাদে উঠে পাথর দিয়ে গাড়ি ভাঙার চেষ্টাও করে। চালক কোনও ক্রমে গাড়িটিকে বাইরে বের করে আনেন।’