নিজস্ব প্রতিবেদন: একদিকে নানা অঞ্চলের উদ্ভিদকে নিয়মিত বিনষ্ট  করা হচ্ছে। অন্যদিকে, নতুন করে সংরক্ষণও করা হচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রায় ৫০টি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ নিয়ে উত্তরাখণ্ডের দেহরাদুনের (Dehradun) দেওবনে চালু হল ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক গার্ডেন (Cryptogamic Garden)।


আরও পড়ুন: সরছেন Adhir! লোকসভায় Congress-এর দলনেতার পদে একাধিক নাম ঘিরে গুঞ্জন


৯,০০০ ফুট উচ্চতায় ৩ একর জায়গা জুড়ে তৈরি হওয়া এই বাগানে পৃথিবীর আদিম যুগের সবুজ, যেমন, মস, ফার্ন, ছত্রাক, লাইকেন গোত্রের নমুনা উদ্ভিদ নিয়ে তৈরি হয়েছে। 


Chief Conservator of Forests (Research) Sanjiv Chaturvedi এক সরকারি বিবৃতিতে বলেছেন, এই প্রজেক্টটির জন্য দেওবন বেছে নেওয়া হল কারণ, এখানকার উপযুক্ত আবহাওয়া এবং পরিবেশ। যে ধরনের উদ্ভিদ এখানে থাকবে তাদের জন্য পাহাড়ের উচ্চতায় এই ধরনের দূষণমুক্ত পরিবেশই আদর্শ। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: ভয়ঙ্কর মাদক-সন্ত্রাসের মুখোমুখি ভারত, আশঙ্কা প্রকাশ Shah-র