দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে কোচ
দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে কোচ
নিজস্ব প্রতিবেদন: দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে (Delhi-Dehradun Shatabdi Express) বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, দাউ দাউ করে জ্বলছে একটি কোচ। জানা গিয়েছে, ট্রেনের C-5 কামরায় আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেই জানানো হয়েছে। তদন্তে একটি উচ্চ কমিটির দলও গঠন করা হবে।
আরও পড়ুন: WB Assembly Election 2021: রাজ্যে ভোটের প্রচারে Star Campaigner-দের তালিকা প্রকাশ করল Congress
শনিবার দুপুরে নিউ দিল্লি থেকে দেরাদুন আসছিল ট্রেনটি। এ দিন উত্তরাখণ্ডের কাঁসরাও স্টেশনের কাছে দিল্লি-দেরাদুন ট্রেনটিতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, কোচের সমস্ত যাত্রীকে সুরক্ষিতভাবে নামিয়ে নেওয়া হয়েছে। এই কামরার ৩৫ জনকে বাকি দুটি কামরায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হতাহতের কোনও খবর নেই।
সমস্ত যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন। তবে গোটা কামরাটি ঝলসে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল পুলিসের আধিকারিকরা। শেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি এখন খানিকটা স্বাভাবিক। আগুনও কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে খবর।