নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসের সভাপতি পদ গান্ধীদের হাতেই কি থাকছে? শনিবার দলের কার্যকরী কমিটির বৈঠকে তেমন ইঙ্গিত রাহুল দিয়েছেন বলে সূত্রের খবর। সভায় কংগ্রেস সভাপতি পদে সনিয়া-তনয়ের প্রত্যাবর্তন চান পঞ্জাব, রাজস্থান ও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী-সহ প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি। এব্যাপারে তিনি ভাবনাচিন্তা করবেন বলে জানান রাহুল।                       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২২ সালের অক্টোবরের মধ্যে নতুন সভাপতি নির্বাচন করা হবে স্থির হয়েছে এ দিনের কার্যকরী সমিতির বৈঠকে। সূত্রের খবর, রাহুল গান্ধীকে দায়িত্বভার নেওয়ার অনুরোধ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চিন্নি। তখন কেরলের সাংসদ বলেন,''আমি বিবেচনা করব।''       
  
গত লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। তাঁর উত্তরসূরী বেছে উঠতে পারেনি কংগ্রেস। তখন অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্ব নেন সনিয়া গান্ধী। তার আগে সনিয়াই ১৯ বছর পর সভানেত্রীর দায়িত্ব ছেড়েছিলেন। ২০১৭ সালে সভাপতি হয়েছিলেন তাঁর ছেলে। রাহুল পদত্যাগ করলেও তাঁকেই চেয়ে আসছেন কংগ্রেস নেতানেত্রীরা। গতবছর ডিসেম্বরে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা দাবি করেছিলেন, ৯৯.৯৯ শতাংশ কংগ্রেস কর্মীই চাইছেন রাহুল গান্ধীকে। জানুয়ারিতে দিল্লির প্রদেশ নেতৃত্ব তাঁকে সভাপতি চেয়ে প্রস্তাব পাশ করে।   


আরও পড়ুন- CWC Meeting: আপাতত Sonia-তেই আস্থা, অক্টোবর পর্যন্ত Congress সভানেত্রীর দায়িত্বে Mrs. Gandhi


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)