CWC Meeting: আপাতত Sonia-তেই আস্থা, অক্টোবর পর্যন্ত Congress সভানেত্রীর দায়িত্বে Mrs. Gandhi

কর্ম সমিতির বৈঠকে নেওয়া হল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

Updated By: Oct 16, 2021, 05:22 PM IST
CWC Meeting: আপাতত Sonia-তেই আস্থা, অক্টোবর পর্যন্ত Congress সভানেত্রীর দায়িত্বে Mrs. Gandhi

নিজস্ব প্রতিবেদন: কে হবেন পরবর্তী সভাপতি? শনিবারের কর্ম সমিতির বৈঠকে (CWC Meeting) চূড়ান্ত সিদ্ধান্ত নিল কংগ্রেস (Congress) শীর্ষ নেতৃত্ব। বৈঠকে ঠিক হয়েছে, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সোনিয়া গান্ধীই (Sonia Gandhi) কংগ্রেস (Congress) সভানেত্রী থাকবেন। কর্ম সমিতির সদস্যরা সর্বসম্মতিক্রমে শনিবার এই সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়াও কর্ম সমিতির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস (Congress) হাইকমান্ড। ক্ষয়িষ্ণু দলকে ফের ধারে-ভারে বাড়াতে এবার সদস্য সংগ্রহ অভিযানে নামতে চলেছে দল। পয়লা নভেম্বরের থেকে শুরু হবে সদস্য সংগ্রহ অভিযান। আগামী বছর অর্থাৎ ২০২২-এর পয়লা এপ্রিল থেকে ৩১ এপ্রিল পর্যন্ত কংগ্রেসের নির্বাচনী কমিটির চেয়ারম্যানের (Chairman of Congress Election Commission) জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে। ২০২২-এর ২১ অগাস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হবে কর্ম সমিতির (Congress Working Committee) সদস্যদের নির্বাচন। ৩১ অক্টোবরের মধ্যে নির্বাচিত হবে কংগ্রেসের পরবর্তী সভাপতি।

সূত্রের খবর, শনিবার কর্ম সমিতির বৈঠকেও রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাম নেতা হিসেবে প্রস্তাব করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কংগ্রেসের পরবর্তী সভাপতি হওয়ার জন্য অনুরোধ করেছেন কর্ম সমিতির সদস্যরা। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন কংগ্রেস (Congress) নেতা। 

আরও পড়ুন: List of Congress Presidents: ১৩৫ বছরের ইতিহাসে জানেন কারা সামলেছেন জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব?

আরও পড়ুন: Congress-র বিপদের ত্রাতা, যাঁদের অভাব হাড়েহাড়ে টের পাচ্ছে 'Sonia-র দল'?

বৈঠকে কংগ্রেসের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী বলেন, "আমি পুরো সময়ের সভানেত্রী। গত দু'বছরে আমাদের সতীর্থরা বিশেষ করে যুবরা নানা আন্দোলনে অংশগ্রহণ করেছে। কৃষখ আন্দোলন, অতিমারির সময়ে ত্রাণ দুর্নীতি, দলিত ও সংখ্যালঘুদের উপর অত্য়াচার, মূল্যবৃদ্ধি নানা বিষয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি।  আমি প্রত্যেকদিনই সমমনস্ক দলগুলোর যোগাযোগ রাখছি। জাতীয় হোক বা পার্লামেন্টের বিষয়ে আমার একসঙ্গে কাজ করছি।"  

শনিবারের বৈঠকে হাজির ছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। রয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। ছিলেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ ছান্নি।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.