ওয়েব ডেস্ক: ভূমধ্যসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে পড়শি বাংলাদেশে আগামী দুদিনের মধ্যে আসতে পারে সাইক্লোন, তাই আগামি বাহাত্তর ঘন্টায় ত্রিপুরাকেও সাইক্লোনের ব্যাপারে সাবধান করে দিল আবহাওয়া দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত তিন দিন ধরে কখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে আবার কখনও ঝিরঝিরে বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত জনজীবন। ত্রিপুরার বেশ কিছু অংশে অতিরিক্ত বৃষ্টি হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার নির্দিষ্ট কিছু বিচ্ছিন্ন এলাকার জন্য।


আরও পড়ুন- ধোঁয়াশার চাদরে দিল্লি


রাজধানী আগরতলাসহ বিভিন্ন এলাকায় তীব্র ঝড়ের দাপটও সহ্য করতে হতে পারে। এর পাশাপাশি জানানো হয়েছে যে, এই বৃষ্টিপাত আরও দুদিন স্থায়ী হতে পারে।


আরও পড়ুন- শীত কী চলে এলো? কী বলছে আবহাওয়া দফতর?