নিজস্ব প্রতিবেদন: ফের কি ঘূর্ণিঝড় বাংলার দরজায়? আগত ঘূর্ণিঝড় 'অশনি' ঠিক কতটা প্রভাব ফেলবে রাজ্যে বা অন্যান্য রাজ্যে তা নিয়ে  সকলেই আগ্রহী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায়। যা আগামিকাল নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে মনে করা হচ্ছে।


পরবর্তী ৪৮ ঘণ্টায় তা শক্তি বাড়াতে পারে এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তা আদৌ পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশা উপকূলে এসে পৌঁছবে কিনা, তা এখনই বলতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে ইতিমধ্যেই উপকূলের রাজ্যগুলিতে সতর্কতা জারি হয়েছে।


আবহাওয়া দফতরের মতে, জম্মু ও কাশ্মীরের দু-একটি অংশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, ছত্তীশগঢ়ের কিছু অংশ, কর্ণাটক এবং তেলঙ্গানাতেও বৃষ্টি হতে পারে। দেশের আরও যেসব অঞ্চলে বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে সেগুলি হল-- পঞ্জাব, হরিয়ানা,  রাজস্থান, দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশ। এসব জায়গায় হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 


আরও পড়ুন: RBI বাড়াল সুদের হার, চাপ পড়বে সমস্ত EMI-তে; পকেটে টান পড়তে চলেছে আপনার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)