নিজস্ব প্রতিবেদন: শুক্রবার দিনভর ফণির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে হল ৯। ১২ লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে বহু মানুষকে রক্ষা করা গেলেও দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিপদ কেটেছে, ফণি বাংলাদেশের দিকে সরতেই জানাল হাওয়া অফিস


এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পুরীতে মৃত্যু হয়েছে মোট ৩ জনের। এদের মধ্যে রয়েছে ১ কিশোর। পাশাপাশি ৩ জনের মৃত্যু হয়েছে ভুবনেশ্বরে। নয়াগড় ও কেন্দ্রপাড়ায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের।



গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী ঘুর্ণিঝড় ছিল ফণি। তবে আগাম সতর্কতা নেওয়ায় বেঁচেছে বহু মানুষের প্রাণ। গতকাল ভুবনেশ্বরে ঝড়ের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারতো।



আরও পড়ুন-‘‘সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েছি মোদীজির কাছে নয়, ‘চৌকিদার চোর’-ই কংগ্রেসের স্লোগান’


এদিকে, ওড়িশার ধ্বংসলীলা সরেজমিনে দেখতে সোমবার সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই রাজস্থানে তিনি ওড়িশার জন্য আগাম ১০০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি টুইটারে জানিয়েছেন, সোমবার ৬ মে আমি ওড়িশায় যাব। গোটা পরিস্থিতি সরেজমিনে দেখব।