বিপদ কেটেছে, ফণি বাংলাদেশের দিকে সরতেই জানাল হাওয়া অফিস

May 04, 2019, 08:16 AM IST
1/4

অবশেষে স্বস্তির খবর জানাল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে শনিবার সকাল ৭.৩০ মিনিটে জানানো হয়েছে ঘূর্ণিঝড় ফণির জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর কোনও ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।

2/4

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার মধ্যরাত ১২.৩০ মিনিটে প্রবল ঘূর্ণিঝড় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে ফণি। রাত ১.৩০ মিনিটে তার অবস্থান ছিল কলকাতা থেকে ৪০ কিলোমিটার দূরে। পশ্চিমবঙ্গে প্রবেশের পর ব্যাপক শক্তিক্ষয় হতে থাকে তার।

3/4

পূর্বাভাসে জানানো হয়েছে, ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে ফণি। বাংলাদেশে ঢুকে পড়বে ঝড়টি। ফলে এই ঝড়ের জেরে পশ্চিমবঙ্গে আর ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই।

4/4

তবে ফণির জেরে শুক্রবার সারা রাত বৃষ্টির পর শনিবার সকালেও চলতে থাকে দুর্যোগ। দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিতে সপ্তাহের শেষে যবুথবু হয়ে যায় শহর।