সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪৫ কিমি, তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে আছড়ে পড়ল সাইক্লোন Nivar
তামিলনাড়ু সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যে ইতিমধ্যেই ১৫০টি ত্রাণ শিবিরকে তৈরি রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: তামিলনাড়ু উপকূল ও পুদুচেরিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার।
বুধবার তামিলনাড়ুর মারাক্কানম ও পুদুচেরির মধ্যবর্তি অঞ্চলে রাত এগারোটা ল্যান্ডফল শুরু করে নিভার। আগামী তিন ঘণ্টায় এটির কেন্দ্র পুদুচেরি অতিক্রম করে যাবে। সেসময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এমনটাই জানিয়েছে দিল্লির মৌসম ভবন।
আরও পড়ুন-আজ ধর্মঘট সফলের লক্ষ্যে নামবে বামেরা, সচল রাখতে তৎপর রাজ্য সরকার
ল্যান্ডফলের আগে থেকেই চেন্নাই সহ রাজ্যের একাধিক জেলার শুরু হয়েছে তীব্র বৃষ্টি। রাস্তাঘাট জল ভরে গিয়েছে। যানবাহনের সংখ্যা খুবই কম। যেহেতু রাতের দিকেই ঝড়ের তাণ্ডব বাড়বে তাই বেশি আশঙ্কায় রয়েছে প্রশাসন।
এখনও পর্যন্ত রাজ্যের ১.৪৬ লাখ মানুষকে উপকূলবর্তি এলাকা থেকে সরিয়ে নিয়েছে তামিলনাড়ু সরকার। বেশিরভাগ মানুষকে সরানো হয়েছে চেন্নাইয়ের দক্ষিণের নাগাপট্টিনম ও কাড্ডালোর জেলা থেকে। জানিয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী আর বি উদয়কুমার।
পরিস্থিতি মোকাবিলায় তামিলনাড়ু উপকূলে রণতরী আইএনএস জ্যোতি-কে মোতায়েন করেছে নৌবাহিনী। খাবার-সহ উদ্ধারকার্যের সরঞ্জাম রাখা হয়েছে ওই জাহাজে।
আরও পড়ুন-বৃহস্পতিবার বনধে খোলা রাজ্য সরকারের সব অফিস, না এলে কাটা যাবে বেতন
ক্ষয়ক্ষতির আশঙ্কায় চেন্নাই বিমানবন্দক সন্ধে ৭টা থেকে ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে।
বন্ধ করে দেওয়া হয়েছে চেন্নাইয়ের অধিকাংশ বড় রাস্তা।
তামিলনাড়ু সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যে ইতিমধ্যেই ১৫০টি ত্রাণ শিবিরকে তৈরি রাখা হয়েছে।