বৃহস্পতিবার বনধে খোলা রাজ্য সরকারের সব অফিস, না এলে কাটা যাবে বেতন

Nov 25, 2020, 21:20 PM IST
1/5

বৃহস্পতিবার দেশের ট্রেড ইউনিয়নগুলির ডাকা বনধের দাবিগুলির প্রতি রাজ্য সরকারের সমর্থন রয়েছে। কিন্তু বনধের বিরুদ্ধে রাজ্য। তাই আগামিকাল রাজ্যের সব সরকারি অফিস খোলা রাখছে রাজ্য সরকার। কর্মীদের আসতে হবে অফিসে।

2/5

বুধবার নবান্ন-য় রাজ্য অর্থ দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, বৃহস্পতিবার অফিস না এলে বেতন কাটা যাবে। কাটা যাবে ছুটিও

3/5

ওই নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে সরকার বনধের পরিপন্থী। তাই বৃহস্পতিবার রাজ্যের সব সরকারি ও আধা সরকারি দফতর খোলা থাকবে। এদিন কোনও ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না। প্রথম অর্ধ বা দ্বিতীয় অর্ধে ছুটি নেওয়া যাবে না। এই দিন অফিস করার জন্য অন্য কোনও দিন ছুটি দেওয়া হবে না।

4/5

বৃহস্পতিবার জনজীবন সচল রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য। রাস্তায় অন্যান্য দিনের মতোই থাকবে সরকারি ও বেসরকারি বাস। রাস্তায় থাকবে পুলিস। বাস-ট্যাক্সি -অটো মালিকদের এই দিনের জন্য বিমার আশ্বাস দিয়েছে সরকার।

5/5

বনধের দিন কলকাতায় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য শহরে পর্যাপ্ত পুলিসের ব্যবস্থা করা হয়েছে। শহরে মোতায়েন থাকবে ৫ হাজার ফোর্স। থাকছে ১০টি ক্যুইক রেসপন্স টিম। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে অতিরিক্ত পুলিস।