পুজোর আগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় `দয়া`, দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা
ভূভাগ স্পর্শ করার পর ঘূর্ণিঝড়টি ওড়িশা, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ হয়ে উত্তর প্রদেশে চলে যেতে পারে। গতিপথে সমস্ত জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে অনুমান।
নিজস্ব প্রতিবেদন: পুজোর মুখে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবহবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ যা ঘূর্ণিঝড়ের আকার নিয়ে আছড়ে পড়তে পারে ওড়িশা উপকূলে। যার জেরে ব্যাপক ঝড়বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়।
উপগ্রহ ছবি বলছে বর্তমানে আন্দামানের কাছে অবস্থান করছে নিম্নচাপটি। সমুদ্র থেকে ক্রমশ শক্তি সংগ্রহ করে সেটি নিম্নচাপে পরিণত হয়ে আগামী ২১ সেপ্টেম্বর স্থলভাগ স্পর্শ করতে পারে। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টির নাম হবে 'দয়া'।
ভূভাগ স্পর্শ করার পর ঘূর্ণিঝড়টি ওড়িশা, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ হয়ে উত্তর প্রদেশে চলে যেতে পারে। গতিপথে সমস্ত জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে অনুমান।
রাস্তায় মহিলার সঙ্গে করমর্দন, কলকাতার নামী ডাক্তারবাবু খোয়ালেন হিরের আংটি
সেপ্টেম্বর - অক্টোবরকে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের মরশুম বলে থাকেন আবহবিদরা। এই সময় সমুদ্রে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা বেশি থাকে। বাংলায় এই ধরণের ঝড়কে বলা হয় আশ্বিনে ঝড়। প্রবশ শক্তিশালী এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে বঙ্গোপসাগর লাগোয়া রাজ্যগুলির। চলতি মরশুমেও তাই বিপদের আশঙ্কা থাকছেই।