ওয়েব ডেস্ক : চেয়ারম্যান পদ থেকে অপসারণের পর এবার টাটাদের বিরুদ্ধে তোপ দাগলেন সাইরাস মিস্ত্রি। আজ বোর্ড সদস্যদের ইমেল করেছেন সাইরাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর অপসারণকে নজিরবিহীন অ্যাখা দিয়ে সাইরাসের বক্তব্য, সরিয়ে দেওয়ার  আগে তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেয়নি বোর্ড।  টাটা সন্সের বোর্ডের পক্ষে যা অত্যন্ত অগৌরবের। তবে, টাটাদের সিদ্ধান্তে ক্ষুদ্ধ হলেও, এই মুহূর্তে তিনি যে কোনও আইনি লড়াইয়ের পথে হাঁটার কথা ভাবছেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন সাইরাস।


আরও পড়ুন, সাইরাস মিস্ত্রির অপসারণে শেয়ার বাজারে ধস


নেটে নগ্ন ছবি ফাঁসের হুমকির জবাব দিল এই তরুণী!