ওয়েব ডেস্ক : ফের ধাক্কা সাইরাস মিস্ত্রির জন্য। এবার টাটা টেলি সার্ভিসেস-এর ডিরেক্টর ও চেয়ারম্যান পদ খোয়ালেন তিনি। আজই সেখান থেকে তাঁকে অপসারিত করা হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টাটা টেলিসার্ভিস টাটা গোষ্ঠীর একটি সংস্থা। সেখান থেকে আজ মিস্ত্রিকে অপসারিত করা হয়। এই নিয়ে তিনটি সংস্থার শীর্ষ পদ থেকে মিস্ত্রিকে সরিয়ে দেওয়া হল। এর আগে, গতকাল টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS)-এর ডিরেক্টর পদ থেকে মিস্ত্রিকে সরিয়ে দেওয়া হয়। তারও আগে টাটা ইন্ডাস্ট্রিজের শীর্ষপদ থেকে অপসৃত হন তিনি।


আরও পড়ুন- টাটা ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হল সাইরাস মিস্ত্রিকে


সংস্থার তরফে জানানো হয়েছে, আজ টাটা টেলিসার্ভিসেস-এর বৈঠকে সর্বসম্মতভাবে সাইরাস মিস্ত্রিকে সংস্থার চেয়ারম্যান ও ডিরেক্টর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, টাটা গোষ্ঠীর একের পর এক সংস্থা থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পর তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা পাল্টা ঘোষণা করেছেন সাইরাস মিস্ত্রি।