নিজস্ব প্রতিবেদন: টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে তাঁকে বেআইনি ভাবে সরানো হয়েছিল। ওই পদে নটরাজন চন্দ্রশেখরনের নিয়োগকেও বেআইনি ঘোষণা করল ‘ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনাল' বা এনসিএলএটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১২ সালের ডিসেম্বরে রতন টাটা তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর পর টাটা গ্রুপের এগজিকিউটিভ চেয়ারম্যান হন সাইরাস মিস্ত্রি। এর পর ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব সামলান সাইরাস মিস্ত্রি। ২০১৬-এর অক্টোবরের পর তাঁকে সেই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স।


আরও পড়ুন: দাঙ্গা লাগানোর ক্ষমতা কার আছে দেশ জানে, বিস্ফোরক কেজরীবাল


তিন বছর ধরে এই নিয়ে মামলা চলছিল। তিন বছর পর সাইরাস মিস্ত্রির পক্ষেই রায় দিল দ্য ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনাল। এই রায়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তিন বছর আগে টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সরানো এবং ওই পদে নটরাজন চন্দ্রশেখরনের নিয়োগ— এই দু’টি সিদ্ধান্তই বেআইনি ছিল। এই রায়ের ফলে টাটা সন্সের একজিকিউটিভ চেয়ারম্যান পদে ফিরতে চলেছেন সাইরাস।