দাঙ্গা লাগানোর ক্ষমতা কার আছে দেশ জানে, বিস্ফোরক কেজরীবাল
অন্য দিকে পূর্ব দিল্লিতে গতকাল মিছিল করে শ’খানেক মানুষ। সেখানেও হিংসার খবর মিলেছে। এ নিয়ে দিল্লি সরকারকে কাঠগড়ায় দাঁড় করায় বিরোধী বিজেপি। পাল্টা কেজরীবালের মন্তব্য, গোটা দেশ জানায়, দাঙ্গা করার মতো ক্ষমতা কাদের আছে।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/02/09/174783-picture3.jpg?itok=_rGqEQYp)
![দাঙ্গা লাগানোর ক্ষমতা কার আছে দেশ জানে, বিস্ফোরক কেজরীবাল দাঙ্গা লাগানোর ক্ষমতা কার আছে দেশ জানে, বিস্ফোরক কেজরীবাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/12/18/224375-arvindkejriwal.jpg)
নিজস্ব প্রতিবেদন: ভোট ব্যাঙ্ক গোছাতেই হিংসা ছড়াচ্ছে দিল্লিতে, বিজেপিকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দেশজুড়ে নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদের আঁচ পড়েছে রাজধানীতেও। দক্ষিণ দিল্লিতে জিমিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কয়েক দিন ধরে রাস্তায় নেমে বিক্ষোভ জানান। পুলিস-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধে উত্তাল হয় রাজধানী। গাড়ি ভাঙচুর, বাস পোড়ানোর মতো ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, পড়ুয়াদের উপর পুলিসি নিগ্রহেরও।
অন্য দিকে পূর্ব দিল্লিতে গতকাল মিছিল করে শ’খানেক মানুষ। সেখানেও হিংসার খবর মিলেছে। এ নিয়ে দিল্লি সরকারকে কাঠগড়ায় দাঁড় করায় বিরোধী বিজেপি। পাল্টা কেজরীবালের মন্তব্য, গোটা দেশ জানায়, দাঙ্গা করার মতো ক্ষমতা কাদের আছে।
আরও পড়ুন- বিশ্বে একটাও হিন্দু রাষ্ট্র নেই, বললেন কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ী
কেজরীবাল বলেন, “বিরোধীরা বলছে আপ এই ঘটনার পিছনে দায়ী। আপ এমন কাজ করে না। ভোটব্যাঙ্কের জন্য হিংসা ছড়াচ্ছে বিরোধীরা। মানুষ জানে, এসব ঘটনায় আপ রাজনৈতিক ফায়দা তোলে না।” উল্লেখ্য, কয়েক মাস পরই দিল্লিতে বিধানসভা নির্বাচন। নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতা করে আপও। গোটা দেশজুড়ে এনআরসি করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমে নাগরিকপঞ্জি প্রকাশ হওয়ার পরই দিল্লি বিজেপি প্রধান মনোজ তিওয়ারি দাবি করেছিলেন, দিল্লিতেও এনআরসি করা হবে। অবৈধ অনুপ্রবেশকারীরা রাজধানীর জন্য ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে।