`গোমাংস উত্সব` করার কথা ভাবছে দলিত সম্প্রদায়গুলো
এবার কর্ণাটকে `গোমাংস উত্সব` পালন করতে চলেছে বেশ কিছু দলিত সংগঠন । এরকমই জানা যাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে। মনে করা হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় গোমাংসকে কেন্দ্র করে দলিতদের উপর যে অত্যাচার নেমে আসছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই দলিত সংগঠনগুলি এই পদক্ষেপ নিয়েছে।
ওয়েব ডেস্ক: এবার কর্ণাটকে 'গোমাংস উত্সব' পালন করতে চলেছে বেশ কিছু দলিত সংগঠন । এরকমই জানা যাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে। মনে করা হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় গোমাংসকে কেন্দ্র করে দলিতদের উপর যে অত্যাচার নেমে আসছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই দলিত সংগঠনগুলি এই পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন- আবারও দাম কমল পেট্রল-ডিজেলের
সম্প্রতি গুজরাতের উনাতে চার দলিত ব্যাক্তিকে গোমাংস ইস্যুতে নিগ্রহ করে 'স্বঘোষিত গোরক্ষক' বাহিনী। এই নিগ্রহের গোটা ঘটনাটা ভিডিও ক্যামেরায় ধরা পড়ে এবং সোস্যাল মিডিয়ার মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে পড়ে। সারা দেশ জুড়ে তৈরি হয় চরম বিক্ষোভ। সামগ্রিক ভাবে এই 'অসহিষ্ণুতা'র ইস্যুতে আন্তর্জাতীক মঞ্চেও অপ্রস্তুতে পড়তে হয় মোদী সরকারকে।