যোগীর রাজ্যে দলিত যুবককে মারধর, নগ্ন করে হাঁটতে বাধ্য করল প্রেমিকার পরিবার
ভিনজাতে প্রেম করার `শাস্তি` ! নগ্ন করে এক কিলোমিটার রাস্তা হাঁটানো হল দলিত যুবককে।
নিজস্ব প্রতিবেদন: উচ্চজাতের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোয় দলিত যুবককে নগ্ন করে ঘোরানোর অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে।
পুলিস জানিয়েছে, আর্যপুরীতে একটি রেস্তোরাঁয় প্রেমিকার সঙ্গে ছিলেন আকাশ ওরফে আরিয়ান। সেখানে দু'জনকে একসঙ্গে দেখে ফেলে তরুণীর পরিবার। এরপরই প্রেমিক আকাশকে মারধর করা শুরু হয়। তাঁকে নগ্ন করে এক কিলোমিটার রাস্তা হাঁটতে বাধ্যও করা হয় বলে অভিযোগ। জানা যাচ্ছে, জেলা হাসপাতাল চত্বরে থাকে ওই তরুণীর পরিবার। সেখানে তরুণীর পরিবারের সঙ্গে আকাশের পরিবারের সংঘর্ষও হয়েছে।
আরও পড়ুন- জীবনের পথে ফিরিয়েছে মোদীর লেখা বই
আকাশের অভিযোগের ভিত্তিতে তরুণীর বাবা বীরপাল সিংকে গ্রেফতার করেছে পুলিস। আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাল্টা আকাশের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ করেছেন বীরপাল।