ওয়েব ডেস্ক : পাকা সেতু ভেসে গেছে ২০১৩ সালের বন্যায়। তৈরি হয়নি বিকল্প সেতু। তাই দড়ির এই ট্রলিই ভরসা উত্তরাখণ্ডের পৌরীর ছাত্রছাত্রীদের। বর্ষায় ফুলে ফেঁপে উঠেছে অলকানন্দা নদী। এই পরিস্থিতিতে প্রতিদিন ট্রলিতে নদী পেরিয়ে স্কুলে যাওয়া আসা করতে হয়  ছাত্রছাত্রীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অনেক সময় আটকে যায় দড়ি। তখন অপেক্ষা করতে হয় ঘণ্টার ঘণ্টা। কখনও দড়ি টানতে হয় ছাত্রছাত্রীদেরও। শুধু স্কুলের ছাত্রছাত্রীরাই নয়, এভাবেই নদী পারাপার করতে হয় এই অঞ্চলের চোদ্দটি গ্রামের বাসিন্দাদের। ট্রলিগুলোর অবস্থা ভাল নয়। যে পাথরের সঙ্গে দড়ি বাঁধা, সেগুলিতেও ক্ষয় ধরেছে। ফলে প্রতিদিনই বাড়ছে বিপদের আশঙ্কা। জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।