ওয়েব ডেস্ক: ভ্রু-প্লাক, ট্রিমিং ও চুল কাটা ইসলামবিরোধী। মুসলিম মহিলাদের এসব থেকে দূরে থাকতে ফতোয়া দিল দারুল উলুম। উত্তরপ্রদেশের সহারানপুরের জনৈক ব্যক্তির প্রশ্নের জবাবে এমনটা জানিয়েছে সংস্থাটি। মহিলাদের ভ্রু প্লাক ও চুল কাটা কি ইসলামিক আইনে বৈধ কিনা জানতে চেয়েছিলেন ওই ব্যক্তি। তার জবাবে দারুল ইফতা জানিয়েছে, এই সব কাজ ইসলামবিরোধী। ফতোয়া দিয়ে তারা জানিয়েছে, কোনও মহিলা চুল কাটলে তিনি ইসলামিক আইন লঙ্ঘন করবেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাদের ব্যাখ্যা, চুল মহিলাদের সৌন্দ‌র্য বাড়ায়। তাই ইসলামে চুল কাটতে নিষেধ করা হয়েছে। দারুল ইফতার মৌলানা সাদিক কাশমির দাবি, বিউটি পার্লারে ‌মেক আপ করে মহিলারা পুরুষদের চোখ টানার চেষ্টা করেন। ইসলামে এটা বারণ করা হয়েছে। মুসলিম পুরুষেরও দাঁড়ি কামানো নিষেধ। দেশজুড়ে মুসলিম মহিলাদের বিউটি পার্লারে ‌যাওয়ার প্রবণতা বাড়ছে। এটা বন্ধ করতেই ফতোয়া দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাদিক কাশমি।


তবে সংখ্যাগরিষ্ঠ মহিলাই এই ফতোয়া মানতে অস্বীকার করেছেন। তিন তালাকে নি‌র্যাতিতা সোফিয়া আহমেদের কথায়, ''এভাবে কেউ আমাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। মৌলবিরা আমাদের মাথা হেঁট করছেন।"


আরও পড়ুন, জিএসটি-তে ছাড় দেওয়ার পর সস্তা হল কোন পণ্যগুলি, দেখে নিন