জিএসটি-তে ছাড় দেওয়ার পর সস্তা হল কোন পণ্যগুলি, দেখে নিন
ওয়েব ডেস্ক: সাধারণ মানুষকে স্বস্তি দিতে বেশ কয়েকটি পণ্যে জিএসটির হার কমিয়েছে কেন্দ্রীয় সরকার। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, জিএসটি-তে কয়েকটি পরিবর্তন করে আগাম দীপাবলি উপহার দিয়েছেন তিনি। দেখা যাক কোন কোন পণ্য সস্তা হচ্ছে-
নিম্নবিত্ত ও গরিবদের মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ি তৈরির সরঞ্জামের উপরে জিএসটি কমেছে, এতে লাভবান হবেন সাধারণ মানুষ। পাশাপাশি সুতোর উপরে জিএসটি কমায় পোশাক সস্তা হতে চলেছে। গুজরাটিরা খাকরা ও ননতা খাবার বেশি খান। গুজরাট নির্বাচনের আগে তার জিএসটি কমিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন, পাখির চোখ গুজরাট নির্বাচন, জিএসটি-তে বেছে বেছে ছাড় ঘোষণা কেন্দ্রের