নিজস্ব প্রতিবেদন: মুম্বই বিমানবন্দরে ধরা পড়ে গেল দাউদ ইব্রাহিমের ভাইপো ইব্রাহিম কাসকার। মঙ্গলবার দেশে ছেড়ে পালানোর চেষ্টা করছিল ইব্রাহিম। তার বিরুদ্ধে তোলবাজির অভিযোগ রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বন্যায় ভেসে গিয়েছে বন, প্রাণ বাঁচাতে বাড়ির 'বিছানায় উঠে' আশ্রয় নিল রয়্যাল বেঙ্গল!


ডি কোম্পানি প্রধান দাউদের ভাই ইকবাল কাসকারের ছেলে এই রিজওয়ান। তাকে কিছুদিন ধরেই খুঁজছিল পুলিস। আপাতত তাকে জেরা করছে মুম্বই পুলিসের অ্যান্টি এক্সটরশন সেল।



ইকবাল কাসকার বর্তমানে থানের জেলে বন্দি। ইকাবালের সঙ্গে দেখা করা জন্য দিন দুয়েক আগেই থানের জেলে এসেছিল দাউদের আরও ২ ভাইপো।


দাউদের নেটওয়ার্কে ওপরে কয়েকদিন ধরেই নজর রাখছে পুলিস। কয়েকদিন আগেই দাউদের গ্যাংয়ের সদস্য ফাহিম মচমচ এর ঘনিষ্ঠ সহযোগী আহমেদ রেজাকে গ্রেফতার করে মুম্বই পুলিস।


আরও পড়ুন-কবে বিধাননগরে অনাস্থা ভোট? রয়ে গেল ধোঁয়াশাই


ফাহিমকে জেরা করেই বেরিয়ে আসে রিজওয়ানের নাম। মুম্বই পুলিস সূত্রে খবর, রিজওয়ানের নাম পেতেই জাল পাতে পুলিস। তার পরেই বুধবার রাতে মুম্বই বিমান বন্দরে গ্রেফতার করা হয়ে রিজওয়ানকে। পুলিসের দাবি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল রিজওয়ান।