ওয়েব ডেস্ক : দিল্লির উঠতি মডেল প্রিয়ঙ্কা কাপুরের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী নীতিন চাওলার বিরুদ্ধে উঠে এল নতুন অভিযোগ। মুম্বইয়ের এক মডেলকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নীতিন চাওলা ধর্ষণ করেছে বলে অভিযোগ । ঘটনাটি ২০১৪ সালের এপ্রিলের । অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারও করেছিল পুলিস । পরে জামিনে মুক্তি পায় নীতিন। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে আরও প্রতারণা ও জোচ্চুরির অভিযোগও । সুইসাইড নোটে স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনেছেন প্রিয়ঙ্কা কাপুরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাস তিনেক আগে উঠতি মডেল প্রিয়ঙ্কার সঙ্গে বিয়ে হয় দক্ষিণ দিল্লির ব্যবসায়ী নীতিনের । যদিও, প্রিয়ঙ্কা ছিলেন নীতিনের দ্বিতীয় স্ত্রী । বিয়ের আগে নীতিন প্রিয়ঙ্কার প্রেমে পাগল থাকলেও বিয়ের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে । অন্যদিকে, মুম্বইয়ের মডেলকে ধর্ষণের কথা জানতে পারেন প্রিয়ঙ্কা। সব কথা পরিবারের কাছে ফাঁস করে দেবেন বলে নীতিনকে হুমকি দেন প্রিয়ঙ্কা । দিনে দিনে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। এরপর গত শুক্রবার নিজের বাসভবনেই প্রিয়ঙ্কার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।


যদিও, নিজের প্রতি আনা সব অভিযোগ অস্বীকার করেছে নীতিন । প্রিয়ঙ্কা স্বেচ্ছাচারী ছিল বলে পাল্টা অভিযোগ জানিয়েছে সে ।


প্রিয়ঙ্কার বন্ধুমহল সূত্রে পাওয়া খবর, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য বিয়ের আগে প্রায় রোজই নাইট পার্টিতে যেত প্রিয়ঙ্কা। কিন্তু, বিয়ের পর নীতিন প্রিয়ঙ্কার ঘর থেকে বেরনো বন্ধ করে দেয় । তাঁকে সাধারণ গৃহবধূর মত থাকতে বলে । নাইট পার্টিতে অভ্যস্ত প্রিয়ঙ্কার সঙ্গে তখন থেকেই শুরু হয় মনোমালিন্য ।